গ্যারিনা free fire এর 8 ফেব্রুয়ারী 2022 রিডিম কোড দেখে নিন

গ্যারিনা free fire বিশ্বের অনলাইন ব্যাটেল রয়েল গেমগুলির মধ্যে বেশী চাহিদাপূর্ণ একটি গেম। গেমটি লঞ্চ হওয়ার পর থেকে পাবজি মোবাইলের সঙ্গে জোর টেক্কা দেওয়া শুরু করে। বর্তমানে গেমটি প্লে-স্টোর থেকে ৪.২ রেটিং এর সাথে ১০০ কোটিরও বেশীবার ডাউনলোড করা হয়েছে। এই কারণে গেমটি অন্য ব্যাটেল রয়েল গেমের তুলনায় খ্যাতির শীর্ষে অবস্থান করছে। ব্যাটেলরয়েলের দুর্দান্ত ফিচারস নিয়ে গেমটি তৈরি করা হয়েছে।

গ্যারিনা ফ্রী ফ্রায়ার গেমটি মাল্টিপ্লেয়ার গেম হিসাবে ২০২১ সালে সবথেকে বেশী জনপ্রিয় হয়েছিলো। পাবজি মোবাইল ব্যান হওয়ার পরে ইন্ডিয়াতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হল ফ্রী ফ্রায়ারের সবথকে বড়ো প্রতিদ্বন্দ্বী। Free Fire গেমটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চারের যুদ্ধক্ষেত্র। গেমের মধ্যে একটি কাল্পনিক দ্বীপ আছে যেখানে প্রত্যেক প্লেয়ারকে অবতরণ করতে হয় মারপিঠ করার জন্য। নিজেদের মধ্যে যুদ্ধ করা ছাড়া প্লেয়াররা অস্ত্র সংগ্রহ করা, টিম মেম্বারকে সাহায্য করা প্রভৃতি কাজ করে থাকে। ফ্রী ফ্রায়ার গেমটিতে একটি র‍্যাঙ্কিং মই আছে যার সাহায্য প্লেয়াররা শীর্ষে পৌঁছাতে পারে।

১১১ ডটস ষ্টুডিও দ্বারা নির্মিত ফ্রী ফ্রায়ার গেমটি লঞ্চ করে ২৩ শে আগষ্ট ২০১৭ সালে। ব্যাটেলরয়েল গেম হওয়ার কারণে গ্যারিনা ফ্রী ফ্রায়ার গেমে কেবলমাত্র একজন বিজয়ী হতে পারে। প্লেয়াররা নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে। ফ্রি ফ্রায়ার গেমটির উন্নত মানের গ্রাফিক্স গেমটিকে আলাদা জায়গা নিয়ে গেছে। গ্যারিনার প্রকাশনায় ১১১ ডটস ষ্টুডিও গেমটিকে এমনভাবে গঠন করেছে যে প্রত্যেক ৫০ জন গেমার প্রতি ১০ মিনিট অন্তর করে গেমটিকে খেলতে পারে। ভার্চুয়াল দ্বীপে ভালো করে যুদ্ধ করার জন্য নির্মাতারা গেমারদের কিছু পুরস্কার দেয়। পুরস্কারগুলি গেমাররা বিভিন্ন কোডের বিনিময়ে সংগ্রহ করতে পারে। এই কোডগুলিকে বলা হয় রিডিম কোড।

Free Fire redeem codes today 8 february 2022 (ফ্রী ফ্রায়ারের আজ ৮ ফেব্রুয়ারী ২০২২ রিডিম কোড)

  • FFGY_BGFD_APQO – ফ্রীতে ফ্রী ফ্রায়ার ডায়মন্ডস
  • DDFR_TY2021_POUYT – ফ্রী পোষা প্রাণী
  • 5FBK_P6U2_A6VD – 4X এর MP40 উইপেন লুট
  • JX5N_QCM7_U5CH – 1X এর M1014 আন্ডারগ্রাউন্ড হাউ লুট
  • 5XMJ_PG7R_H49R – 3X এর ইনকিউবেটর ভাউচার
  • FFDR_2GF1_4CBF – মহাকাশচারীর প্যাক ও কুমড়োর ল্যান্ডিং প্যারাসুট
  • FFMC_F8XL_VNKC – 2X এর ডেথস আই অস্ত্রের লুট
  • FFMC_VGNA_BCZ5 – 2X এর M1014 বন্দুকের আন্ডারগ্রাউন্ড হাউল লুট
  • FFPL_PQXX_ENMS – ৫০ বোনাস পয়েন্ট
  • FFPL_NZUW_MALS – ৫০ বোনাস পয়েন্ট
  • FFMC_2SJL_KXSB – 2X এর স্করচিং স্যান্ডস উইপেন লুট
  • FFPL_OWHA_NSMA – ট্রিপল ক্যাপটেনের পাওয়ার আপ করা
  • C23Q_2AGP_Y9PH – 2X কার্নিভাল কার্নেজের অস্ত্র লুট করা
  • 4ST1_ZTBE_2RP9 – স্ট্রিট বালকের বান্ডিল
  • ECSM_H8ZK_763Q – 1X এর ডায়মন্ড রয়েলের ভাউচার
  • FFPL_FMSJ_DKEL – ট্রিপল ক্যাপ্টেনের পাওয়ার আপ
  • WJZD_J8HQ_RJAK – 1X এর ডায়মন্ড রয়্যাল ভাউচার
  • 53M9_55JG_4KTD – 2X এর উইপেন রয়্যালের ভাউচার
  • R9UV_PEYJ_OXZX – উইপেন রয়্যালের ভাউচার পাওয়া যাবে
  • FFCO_8BS5_JW2D – সবুজ রঙের বেলুনের টোকেন
  • XUW3_FNK7_AV8N – কাস্টম রুমের কার্ড
  • FFBC_JVGJ_J6VP – KPOP স্টারডমের অস্ত্র লুট
  • YXY3_EGTL_HGJX – কিউপিড স্কার
  • B6IY_CTNH_4PV3 – AUG এর সাইবার বাউন্টি শিকার
  • W0JJ_AFV3_TU5E – UMP এর ওয়াইল্ডারনেস শিকার
  • FFBC_T7P7_N2P2 – অ্যানিমালের উইপেন লুট
Credit : Free Fire India Official

Garena free fire additional redeem codes today 8 february 2022 (গ্যারিনা ফ্রী ফ্রায়ার আজ ৮ ফেব্রুয়ারী ২০২২ অতিরিক্ত রিডিম কোড)

১) FBNO-IRU9-8YT6

২) FI6G-D765-45Q1

৩) FGFY-VGHD-BE54

৪) FK4T-87G6-VT5R

৫) FRTF-234I-R9TY

৬) F7YC-TGDB-ENMR

৭) FAV4-BNKE-RF8G

৮) FD2E-RBTN-6M7U

৯) FKOY-H98B-7VY6

১০) FON9-B8V7-C6DT

১১) FR7E-VR58-6YNM

১২) F4DF-ECVR-4B5U

১৩) FK8I-V8C7-X65S


পড়ে দেখুন – GTA V গেমটি ফ্রিতে কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবে ?

পড়ে দেখুন – Free Fire Max-কে কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবে ?

how to redeem the code in free fire (ফ্রী ফ্রায়ারের কোডগুলি কীভাবে রিডিম করবে)

প্রথম ধাপ :

সবার প্রথমে ফ্রী ফ্রায়ার রিডিম কোডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

দ্বিতীয় ধাপ :

গুগেল, টুইটার, ফেসবুক বা ভিকের মধ্যে যেকোনো একটি অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে। গেমটি ওপেন করার সময় যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিলো সেই অ্যাকাউন্টটি দিয়ে লগ-ইন করতে হবে।

তৃতীয় ধাপ :

উপরের লিস্ট থেকে যেকোনো একটি রিডিম কোড কপি করে নিদিষ্ট বক্সে পেস্ট করতে হবে।

চর্তুথ ধাপ :

কনর্ফাম বাটনে ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স আসবে ডাবল চেকিং করার জন্য।

পঞ্চম ধাপ :

ডায়লগ বক্সটির ওকে (Ok) বাটনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপ :

রিডিম প্রক্রিয়া সর্ম্পূণ হলে গেমাররা গেমের মেল অপশন থেকে তাদের রিডিম কোড পেয়ে যাবে।

পরিশেষে :

প্রত্যেকটি ফ্রী ফ্রায়ার কোড একটি নিদিষ্ট সময় পর্যন্ত উপলব্ধ থাকে। নিদিষ্ট সময় ফুরিয়ে গেলে কোডগুলি আর ব্যবহার করা যাবে না। রিডিম কোড ব্যবহার করে প্লেয়াররা ফ্রীতে পুরস্কার পাওয়া ছাড়া গেমের নিদিষ্ট কিছু ধাপকে অতিক্রম করতে পারে এবং পয়েন্ট অর্জন করতে পারে। রিডিম কোড পাওয়ার জন্য কোনো গেস্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। গ্যারিনা ফ্রী ফ্রায়ার তাদের টুইটার অ্যাকাউন্টে পেট লুডো নামে একটি ইভেন্ট সর্ম্পকে বলেছে। ইভেন্টটিতে লুডোর ক্লাসিক গেমের একটি বিশাল মোড় নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই ইভেন্টটির ১২ ফেব্রুয়ারী লাইভ আয়োজন করা হয়েছে। ইভেন্টটিতে গেমাররা একটি পারম ফ্লেমিং উলফ MP40 এবং গ্যারান্টি সমেত একটি ফ্যালকনার মেশিন গান বাক্স জিততে পারবে।

Leave a Comment