সম্প্রতিকালে গ্যারিনা Free Fire গেমসের একটি নতুন আপগ্রেড ভার্সন Free Fire Max চালু করেছে । প্রতিটি ক্ষেএে তারা PUBG মোবাইল অথবা ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার সঙ্গে জোরকদমে প্রতিদ্বন্ধীতা করার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ।
ইতিমধ্যে ফ্রি ফ্রায়ার ম্যাক্সের প্রি – রেজিস্টেশন শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সমস্ত গেমাররা গেমটির পুরো ডাউনলোড ভার্সন প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। Free Fire Max এবং PUBG মোবাইল গেমটি একে অপরের থেকে অনেক আলাদা, যেখানে পাবজি মোবাইল গেমটি তৈরী করা হয়েছে বাস্তবসম্মত এবং ইনগেম মেকানিক্সের ওপর ভিত্তি করে সেখানে Free Fire Max গেমটি তৈরী করা হয়েছে ফ্যান্টাসি দক্ষতা এবং মজার গেমপ্লের ওপর ভিত্তি করে।
Free Fire Max এবং PUBG মোবাইলকে তাদের দেওয়া গ্রাফিক্স, FPS সার্পোট, খেলার মোড এবং বুলেট ড্রপের ভিত্তিতে তুলনা করা হয়।
পড়ে দেখুন – বিশেষ ৬টি কারণের জন্য Free Fire নতুন ম্যাক্সের থেকে আলাদা
পড়ে দেখুন – Garena Free Fire এর পরিবর্তে সেরা আকর্ষনীয় ২০টি বিকল্প গেম
১) গ্রাফিক্স (Graphics)
Free Fire Max এবং PUBG মোবাইলের গ্রাফিক্স সম্পূর্ণ আলাদা। Free Fire Max তার কার্টুনিশ গ্রাফিক্সের জন্য বিখ্যাত এবং এর অন্যতম আকর্ষণ হল এটি নিম্মমানের ডিভাইসগুলিতে ভালোভাবে চলতে পারে। অন্যদিকে পাবজি মোবাইলের গ্রাফিক্স ফ্রি ফ্রায়ার ম্যাক্সের তুলনায় পরিস্কার, বাস্তবসম্মত। এই গেমটি খেলা বেশ কঠিন এবং উচ্চমানের ডিভাইস গুলিতে এটি খেলার একটি মজার ভিন্ন স্তর আছে। তাই গেমিং গ্রাফিক্সের দৌড়ে পাবজি মোবাইল এখন এগিয়ে আছে।
২) FPS সার্পোট
যে কোনো গেমের ক্ষেএে FPS (Frames Per Second) হল খেলোয়াড়রা কোন ধরনের ডিভাইস ব্যবহার করছে সেই ডিভাইসটিতে গেমটি সার্পোট করবে কিনা তার উপর নির্ভর করে। মোবাইল গেমের জন্য যদি তারা একটি উচ্চমানের ডিভাইস ব্যবহার করে তাহলে সেই ডিভাইসটিতে যে কোনো গেম ৬০ থেকে ৯০ FPS সমর্থন করতে সক্ষম। ফ্রী ফায়ার ম্যাক্সের FPS রেট নিয়মানুযায়ী প্রতি সেকেণ্ডে ৩০ ফ্রেমের জন্য যথেষ্ট হবে কিন্তু খেলোয়াড়দের মসৃণভাবে গেম খেলার জন্য এবং তাদের পারফরম্যান্স উন্নত করতে প্রতি সেকেণ্ডে ৬০ ফ্রেমের খেলা উচিত। এছাড়াও উচ্চমানের ডিভাইসে ৯০ FPS বা তার থেকেও বেশী ১২০ FPS পর্যন্ত গেমটি খেলা যাবে।
অন্যদিকে পাবজি মোবাইল বা ব্যাটেলগ্রাউণ্ডস মোবাইল ইণ্ডিয়ার FPS রেট প্রতি সেকেণ্ডে ৫০ – ৬০ ফ্রেমের জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে পাবজি মোবাইলের প্রতি সেকেণ্ডে FPS রেট সবার্ধিক ১৪৪ ফ্রেমের হয়। সমস্ত Oneplus ও Realme – X2 Pro, X50 Pro এবং Mi – Mi10, 10i, 11X Pro মোবাইলে ৯০ FPS পর্যন্ত পাবজি মোবাইল খেলা যাবে।
৩) খেলার মোড (Game Mode)
ফ্রি ফায়ার ম্যাক্স গেমের গেম মোড গুলির মধ্যে রয়েছে একক মোড, ডাবল স্কোয়াড, টিম ডেথম্যাচ এবং একটি র্যাকিং মোড। অপরদিকে, পাবজি মোবাইলে প্রচুর মজাদার গেম মোড রয়েছে। এরমধ্যে একক গেম ছাড়াও, পাবজি মোবাইলে যুদ্ধ, রেজগিয়ার, পেলোড, টিম ডেথম্যাচ এবং জম্বি মোড সহ আরও অনেক গেম মোড আছে।
৪) বুলেট ড্রপ (Bullet Drop)
পাবজি মোবাইল গেমটিতে বুলেট ড্রপ মেকানিক্সের একটি দুর্দান্ত ও মর্মান্তিক ফিচার আছে। খেলোয়াড়রা যখন তাদের শত্রুকে খুব কাছে থেকে গুলি করবে তখন তারা এই ফিচারটি ব্যবহার করতে পারবে না। কিন্তু শত্রুকে যত বেশী দূরে থেকে গুলি করবে তাদের বুলেট ড্রপ মেকানিক্সের প্রয়োজন তত বেশী হবে।
ফ্রি ফায়ার ম্যাক্সের ক্ষেএে কিন্তু এই ফিচারটি ব্যবহার করা যায় না। এখানে, খেলোয়াড়রা সবসময় সহজ একটি পয়েন্ট অ্যান্ড শ্যুটের ফিচার নিয়ে থাকে। Free Fire Max গেমের এই ফিচারটি ব্যবহার করে খেলোয়াড়রা প্রচুর হত্যা করতে সক্ষম হয়।
পরিশেষে :
খেলার পছন্দ প্রত্যেক প্লেয়ারের নিজস্ব মতামত ও ভাবনাচিন্তা। Free Fire গেম মেকানিক্সের উপর ভিত্তি করে বাচ্চাদের এবং অল্প বয়স্কদের কাছে আকর্ষণীয়, PUBG মোবাইল তার বাস্তব গেমপ্লের জন্য বয়স্ক কিশোর ও তরুণদের আকর্ষণ করে।