বর্তমান যুগে মোবাইল গেমিং প্রেমীদের কাছে Garena Free Fire হল একটি অনবদ্য পপুলার গেম। পাবজি মোবাইলের থেকে বিশ্বে এখন এই গেমটি সবথেকে বেশী রেটিং প্রাপ্ত এবং ডাউনলোডেড গেম। এই গেমের মাধ্যমে প্লেয়াররা প্রত্যেকে তাদের নিজেদের গেমিং স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে মোবাইল গেমে নিজেদের দক্ষতা প্রদর্শন করছে। Garena Free Fire হল একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্মিত যুদ্ধের রাজকীয় গেম। এই গেমে গেমাররা শেষ পর্যন্ত শুধুমাএ একজন সফল প্রতিযোগীর সাথে যুদ্ধক্ষেএে প্রবেশ করে।
গ্যারিনা Free Fire গেমে প্লেয়াররা তাদের যুদ্ধক্ষেএে নিজেদের প্রসারিত করতে এবং তাদের শুরুর অবস্থান বেছে নিতে অস্র ও তাদের সম্পদ স্বাধীনভাবে অর্জন করতে পারে। এই গেমটি ১১১ ডটস ষ্টুডিও দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে গড়ে ৫০ জন খেলোয়াড় ১০ মিনিট রাউন্ড করে গেমটি খেলতে পারে। ১১১ ডটস ষ্টুডিওর নির্মাতারা প্রতিদিনের ভিত্তিতে খেলোয়াড়দের বিনামূল্য পুরস্কার পেতে সাহায্য করার জন্য অসংখ্য আলফা সংখ্যাসূচক কোড আপগ্রেড করেছে। এই কোডগুলির ব্যবহার করার মধ্যে দিয়ে খেলোয়াড়রা বিনামূল্য পুরস্কার জেতার সুযোগ পায়। খেলোয়াড়রা গেমের নিদিষ্ট ধাপগুলি আনলক করার জন্য এই রিডিম কোডগুলি ব্যবহার করে প্রচুর পুরস্কার সমেত বিভিন্ন পয়েন্ট অর্জন করতে পারে।
গ্যারিনা তাদের জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য প্রতিদিন নিদিষ্ট কিছু সংখ্যক রিডিম কোড অর্থাৎ পুরস্কার প্রদান করে। কোনো খেলোয়াড় যদি বিনামূল্য কোনো টাকা খরচ না করে উপেনস, স্কিনস, ডায়মন্ড, পোশাক প্রভৃতি রিওয়ার্ড গ্রহণ করতে চায়, তাহলে তারা এই রিডিম কোডগুলি ব্যবহার করতে পারে। কোডগুলি কিন্তু অধিকবার ব্যবহার করলে আর কাজ করবে না। যেহেতু, প্রত্যেক কোডগুলির মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকায়, সেগুলির মেয়াদ ফুরিয়ে গেলে আর ব্যবহার করা যাবে না। একজন ফ্রি ফ্রায়ার ইউজার গ্যারিনা ফ্রি ফ্রায়ারের রিডিম কোড রিডেম্পশন ওয়েবসাইটে গিয়ে যে কোনো রিডিম কোড কপি করে পেষ্ট করতে পারে। আবার, গ্যারিনা ফ্রি ফ্রায়ার প্লেয়ারদের জানা দরকার যে তারা গেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে পুরস্কার বা রিডিম কোড রিডিম করতে পারবে না। একজন খেলোয়াড়কে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হবে যে অ্যাকাউন্টটি ফ্রি ফ্রায়ারে সাইন আপ করার সময় ব্যবহার করা হয়েছিল।
Garena Free Fire Redeem Codes 1 January 2022 (গ্যারিনা ফ্রি ফ্রায়ার রিডিম কোডস ১ জানুয়ারী ২০২২)
১) DDFRTY1616POUYT – ফ্রি পেট (Free Pet)
২) FFGYBGFDAPQO – ফ্রি ফ্রায়ার ডায়মন্ডস (Free Fire Diamonds)
৩) MJTFAER8UOP16 – ৮০০০০ ডায়মন্ড কোডস (80000 Diamond Codes)
৪) SDAWR88YO16UB – ফ্রি ডিজে আলোক ক্যারেক্টার (Free DJ Alok Character)
৫) NHKJU88TREQW – টিটিয়ান মার্ক গান স্কিনস (Titian mark gun skins)
৬) MHOP8YTRZACD – পালোমা ক্যারেক্টার (Paloma Characters)
৭) BHPOU81616NHDF – এলিট পাস এবং ফ্রি টপ আপ (Elite Pass and Free Top Up)
৮) ADERT8BHKPOU – আউটফিট (Outfit)
৯) FFGTYUO16POKH – জাসটিস ফাইটার (Justice Fighter)
১০) BBHUQWPO1616UY – ডায়মন্ড রয়েল ভাউচার (Diamond Royale Voucher)
১১) F2QA SFGY T5GH – ফ্রি ২৯৯ ডায়মন্ডস বান্ডেল (Free 299 Diamonds Bundle)
১২) F8IK NBVF R55T – ডেরকি পেট ফ্রি ফ্রায়ার কোড (Drekis Pet Free Fire Code)
১৩) F34R FGBN MKLO – ফ্রি ডায়মন্ডস ভাউচার (Free Diamonds Voucher)
১৪) F9IK MNBV CDER – হেড হানটিং প্যারাকিউট (Head Hunting Parachute)
১৫) F1QS DFGY 657U – প্রিমিয়াম বান্ডেলস (Premium Bundles)
১৬) F7UJ MNBV CDER – জাসটিস ফাইটার এবং ভ্যানদাল রিভোল্ট উইপেন (Justice Fighter and Vandal Revolt Weapon Loot)
১৭) F8IK MNBV CXSW – এগগ হান্টার লুট বাক্স (EGG Hunter Loot Box)
১৮) F34E RFGB HNML – ফ্যান্টম বিয়ার বান্ডেল (Phantom Bear Bundle)
১৯) F0OLKJHB GFDE – অ্যানিমাল উইপেন লুট কেট (Animal Weapon Loot Crate)
২০) F3E4 RTGB NMKI – শীরু ফ্রি ফ্রায়ার ক্যারেক্টার (Shirou Free Fire Character)
পড়ে দেখুন – বিশেষ ৬টি কারণের জন্য Free Fire নতুন ম্যাক্সের থেকে আলাদা
পড়ে দেখুন – Free Fire Max বনাম PUBG Mobile-এই দুই গেমসের পার্থক্য কি?
Garena Free Fire Additional Redeem Codes 2022 (গ্যারিনা ফ্রি ফ্রায়ারের অতিরিক্ত রিডিম কোডস)
১) FGT6 SUVY BVG8
২) FF76 5YDE RT6C
৩) F7VD BUG6 74VG
৪) FYUJ 53DR WTEF
৫) FNI8 745T YGVC
৬) FA4Q RG2R T1OH
৭) FI8B U7YD 6YB4
৮) FJ2Y 6TGF B2KG
৯) FFU8 7C1X ZXMF
১০) FMLT O19V 8CU7
১১) FXTG VEB4 5NTI
১২) FB8V 76CT 5RFG
১৩) FQ23 4RFU V76Y
১৪) FFGH JU65 FRTI
How to redeem the free codes from websites (কীভাবে ফ্রি ফ্রায়ার কোড রিডিম করবে)
প্রথম ধাপঃ
প্রথমে ফ্রি ফ্রায়ার রিডিম কোডের অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে – https://reward.ff.garena.com/en
দ্বিতীয় ধাপঃ
এরপর ইউজারের Facebook, Google, Twitter, VK অথবা Apple এদের মধ্যে যে কোনো একটি আইডি বা অ্যাকাউন্ট যেটি দিয়ে গেমটি সাইন আপ বা লগ-ইন করা হয়েছিলো, সেই একই অ্যাকাউন্ট বা আইডি দিয়ে লগ ইন করতে হবে।
তৃতীয় ধাপঃ
তারপর উপরিক্ত যে কোনো একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের নিদিষ্ট বক্সে পেষ্ট করতে হবে এবং Confirm বাটনে ক্লিক করতে হবে।
চর্তুথ ধাপঃ
কনর্ফাম বাটনে ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স আসবে ডাবল চেকিং এর জন্য
পঞ্চম ধাপঃ
ডায়লগ বক্সের Ok বাটনে ক্লিক করতে হবে
ষষ্ঠ ধাপঃ
অবশেষে রিডিম কোড প্রক্রিয়া শেষ হবে এবং প্লেয়াররা তারা তাদের এওয়ার্ড বা পুরস্কার ইন গেমের মেল সেকশন থেকে সংগ্রহ করতে পারবে।
পরিশেষেঃ
গ্যারিনা ফ্রি ফ্রায়ার গেমের খেলোয়াড়দের প্রত্যেকের নিজেদের পছন্দমতো অবতরণের জায়গা, অস্ত্র সংগ্রহ এবং প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য তাদের নিজস্ব কৌশল এবং দক্ষতা আছে। যেহেতু, Garena Free Fire একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ব্যাটেল রয়্যাল গেম, তাই শেষ পর্যন্ত শুধুমাএ একজন বিজয়ী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার গেমটিতে এইচডি মানের গ্রাফিক্স, গতিশীলতা, নিয়মিত আপডেট এবং রিডিম কোডের কারণে মোবাইল গেমারদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় গেম।
কিছু সর্ম্পকিত প্রশ্নাবলী
১) কোন গেমটি প্রথমে লঞ্চ হয়েছিলো ফ্রি ফ্রায়ার না পাবজি ?
উঃ – ফ্রি ফ্রায়ার গেমটি লঞ্চ হয়েছিলো ২৩ শে আগষ্ট ২০১৭ সালে এবং পাবজি গেমটি লঞ্চ হয়েছিলো ৯ ফেব্রুয়ারী ২০১৮ সালে।
২) ফ্রি ফ্রায়ার গেমের নির্মাতা কোন কোম্পানী ?
উঃ – ১১১ ডটস ষ্টুডিও
৩) কোন দেশে সবথেকে বেশী ফ্রি ফ্রায়ার ডাউনলোড হয়েছে ?
উঃ – ইন্ডিয়া বা ভারতবর্ষে সবথেকে বেশী ফ্রি ফ্রায়ার ডাউনলোড হয়েছে। মোট ডাউনলোডের ৩০ শতাংশ ডাউনলোড হয়েছে।
৪) ফ্রি ফ্রায়ার ডাউনলোডে দ্বিতীয় কোন দেশ ?
উঃ – ব্রাজিল দেশ। মোট ডাউনলোডের ১২ শতাংশ।
৫) বিশ্বে ফ্রি ফ্রায়ার গেমটির ডাউনলোড সংখ্যা কত ?
উঃ – অক্টোবর ২০২১ সাল পর্যন্ত মোবাইল গেমিং বিশ্বে ফ্রি ফ্রায়ার গেমটি প্রায় ৩৪ মিলিয়ন ডাউনলোড হয়েছে।