বিশ্বে যত ব্যাটেল রয়েল মোবাইল গেম আছে তাদের মধ্যে একটি আকর্ষনীয় গেম হল BGMI বা Battlegrounds Mobile India। ভারতে পাবজি মোবাইল ব্যান হওয়ার পর ফ্রি ফ্রায়ারকে টেক্কা দেওয়ার জন্য ক্র্যাফটন এর নির্মিত এই গেম রাতারাতি মোবাইল গেমিং বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো এবং গেমিং লাভারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ক্র্যাফটন BGMI তৈরী করার আগে টেনসেন্ট নামে পরিচিত ছিলো এবং তাদের তৈরী জনপ্রিয় গেম ছিলো পাবজি মোবাইল।
Battlegrounds Mobile India যার অপর নাম BGMI, এটি সর্ম্পূণভাবে পাবজির অনুকরনে বানানো একটি গেম। কেবলমাএ ভারতীয় গেমিং প্রেমীদের জন্য বিশেষ ফিচার সমৃদ্ধ এই গেমটি তৈরী করা হয়েছিলো ক্র্যাফটনের দ্বারা। এই গেমের নিজস্ব কিছু অ্যাকশন ও অ্যাডভেঞ্চারজনিত বৈশিষ্ট্যর জন্য এটি ধীরে ধীরে মোবাইল গেমগুলির মধ্যে নিজের জায়গা পাকা করেছিলো। কিন্তু হঠাৎ করে Battlegrounds Mobile India গেমটি এর ব্যবহারকারীদের সামনে এক বিস্ময়কর সমস্যা নিয়ে হাজির হয়।
Login Failed Error Fix (লগ-ইন সমস্যা সমাধান)
একটি রিপোর্টের মাধ্যমে বলা হয় যে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ব্যবহারকারীদের ২৯ ডিসেম্বর ২০২১ এর রাত থেকে লগ-ইন করতে সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। যদিও এই সমস্যাটি অর্থাৎ Login Failed Error সমস্ত প্লেয়াদের খুব বেশী প্রভাবিত করতে পারেনি। কিছু সংখ্যক প্লেয়াদের মোবাইল ডিভাইসে এই সমস্যাটি দেখা যায়। তবে ক্র্যাফটন প্রকাশ করেনি যে কত শতাংশ খেলোয়াড় এই সমস্যার সম্মুখীন হয়েছিলো। বুধবার অর্থাৎ ২৯ ডিসেম্বর ২০২১ এর রাতে জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ছাড়াও আরও একটি জনপ্রিয় গেম র্ফোটনাইটের খেলোয়াড়দেরও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো। একটি রির্পোটের আপডেট অনুযায়ী ক্র্যাফটন গেমিং ব্যবহারকারীদের জানিয়েছে যে তারা সমস্যাটিকে ঠিক করে ফেলেছে এবং খেলোয়াড়দের পুনরায় লগ-ইন করতে অনুরোধ করেছে। এই সমস্যার কারণ ব্যাখা করতে গিয়ে ক্র্যাফটন বলেছে যে এটি হচ্ছে সার্ভার প্রমাণীকরণজনিত ত্রুটি। সার্ভারের এই ত্রুটির জন্য খেলোয়াড়রা লগ-ইন করতে ব্যর্থ হয়েছিলো।
Krafton Statements (লগ-ইন সমস্যা নিয়ে ক্র্যাফটনের বিবৃতি)
ক্র্যাফটন আগেই ঘোষনা করেছিলো যদি কোনো খেলোয়াড় কোনো চিটিং বা প্রতারনা করে তাহলে তারা সেই খেলোয়াড়ের অ্যাকাউন্টটি ব্যান করবে। ক্র্যাফটনের এই নিয়ম ২৪ ডিসেম্বর ২০২১ থেকে প্রত্যেক ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য প্রযোজ্য হয়েছে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নির্মান সংস্থা ক্র্যাফটন এর আগে ঘোষনা করেছিলো যারা গেমে হ্যাকিং ইন-গেম ফিচার ব্যাবহার করেছে তাদের অ্যাকাউন্টটি সর্ম্পূণভাবে ব্যান করা হবে। অ্যাকাউন্ট ব্যান করার পাশাপাশি ক্র্যাফটন সেই খেলোয়াড়ের ডিভাইসটিকেও ব্যান করবে, এটিরও নির্দেশ দিয়েছিলো।
ডিভাইসের ব্যান বা নিষেধাজ্ঞার কারণ হিসাবে ক্র্যাফটন বলেছে যে একটি অ্যাকাউন্ট ব্যান করলে খেলোয়াড়রা সেই ডিভাইসে অন্য আর একটি অ্যাকাউন্ট সহজেই তৈরী করে নিতে পারে এবং সেই একই কৌশলগুলি আবার ব্যবহার করতে পারে। সুতরাং, একবার কোনো একটি মোবাইল ডিভাইসে গেমটির কোনো একটি অ্যাকাউন্ট ব্যান হলে ব্যাবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অন্য আর একটি নতুন ডিভাইসের প্রয়োজন পড়বে। এই প্রক্রিয়া প্রতিবার ব্যবহারের জন্য সম্ভব নাও হতে পারে ব্যবহারকারীদের কাছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেমটির নির্মান সংস্থার তরফ থেকে।
পড়ে দেখুন – Free Fire Max বনাম PUBG Mobile-এই দুই গেমসের পার্থক্য কি?
পড়ে দেখুন – বিশেষ ৬টি কারণের জন্য Free Fire নতুন ম্যাক্সের থেকে আলাদা
পরিশেষেঃ
BGMI বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার এই সমস্যার মধ্যে একটি ভালো খবর দিয়েছে গেমটির নির্মাতা কোম্পানী ক্র্যাফটন। সম্প্রতি ক্র্যাফটন সমস্ত ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য BGMI এর ১.৮ আপডেট প্রকাশ করেছে। এই আপডেটটি হল BGMI বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ক্রিসমাস আপডেট যা এখন গুগেল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে সীমাবদ্ধ। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নতুন আপডেটে খেলোয়াড়রা ইন গেম ইভেন্ট এবং পুরস্কারের মাধ্যমে হলিডে সিজেন এবং ক্রিসমাস উভয়ই উপভোগ করতে পারবে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI এর নতুন ১.৮ আপডেটে ক্র্যাফটন রিঅ্যাক্ট সারভাইল নামে একটি নতুন মোড চালু হয়েছে এবং অন্যান্য নতুন সব আপডেটের মধ্যে শীতকালীন থিমযুক্ত পুরাণ, পোশাক সেট এবং আরও অনেক কিছু।