Garena Free Fire-এর 6 জানুয়ারী 2022 রিডিম কোড দেখে নিন

ব্যাটেল রয়েল গেমগুলির মধ্যে গ্যারিনা ফ্রি ফ্রায়ার এখন প্রত্যেক গেমিং প্রেমীদের কাছে সবথেকে জনপ্রিয় একটি গেম। গেমটির পপুলারিটি অন্য ব্যাটেল রয়েল গেমগুলির তুলনায় শীর্ষে অবস্থান করছে। ফ্রি ফ্রায়ার গেমটি লঞ্চ হওয়ার পর থেকে প্লে স্টোরে সবথেকে বেশী রেটিং এবং ডাউনলোডের তালিকায় রয়েছে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্মিত ব্যাটেল রয়েল গেম যেখানে যুদ্ধক্ষেত্রে প্রবেশের পর ম্যাচ শেষে কেবলমাত্র একজন বিজয়ী হতে পারে। এই কারণের জন্য খুব কম সময়ের মধ্যে গেমটি বিশ্ব দরবারে সবথেকে বেশী ট্রেন্ডিং গেম হয়ে উঠেছে।

গ্যারিনা ফ্রি ফ্রায়ার গেমটির প্রস্তুতকারক সংস্থা হল ১১১ ডটস ষ্টুডিও। গেমটি এমনভাবে প্রস্তুত করেছে সংস্থাটি যেখানে গড়ে ৫০ জন করে প্লেয়াররা প্রত্যেক ১০ মিনিট রাউন্ড করে গেমটি খেলতে পারে এবং ম্যাচ উপভোগ করতে পারে। এই ১১১ ডটস ষ্টুডিও এর ডেভেলপাররা প্রতিদিন ফ্রি ফ্রায়ার প্লেয়ারদের জন্য ফ্রিতে কিছু পুরস্কার বা অ্যাওয়ার্ড দেয়। সেজন্য তারা বেশ কিছু আলফা সংখ্যারুপ নিউমেরিক কোড আপগ্রেড করেছে। বিনামূল্য পুরস্কার জেতার জন্য প্লেয়াররা এই কোডগুলি ব্যবহার করে গেমের নিদিষ্ট কিছু ধাপ আনলক করতে পারে এবং অসংখ্য পয়েন্ট সংগ্রহ করে। পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি প্লেয়াররা গেমে তাদের নিজেদের দক্ষতার স্কিনস, পোশাক, উইপেন্স এবং ডায়মন্ডস প্রভৃতি অর্জন করতে পারে। ফ্রি ফ্রায়ারের রিডিম কোডগুলি কিন্তু অধিকবার ব্যবহার করা যায় না। এই কোডগুলি অধিকবার ব্যবহার করলে কিন্তু কাজ করবে না।

Garena Free Fire Redeem Codes 6 January 2022 (গ্যারিনা ফ্রি ফ্রায়ার রিডিম কোডস ৬ জানুয়ারী ২০২২)

১) UU65YCDP92ZB – M1115 Underground Howl Loot

২) FF11DAKX5WHV – Heartthrob and M6o : Gold Coated Weapon

৩) PK95JK8QWK5x – Pumpkin Flames Weapon

৪) FF111N59GPA5 – Grenade and Pineapple Fizz

৫) FF111TSNJX6E – Malice Joker and Imperial Weapon Loot

৬) PK95JK8QWK5X – Pumpkin Flames Weapon

৭) MQJWNBVHYAQM3 – Punisher Weapon Loot

৮) 296Y4CNBZGV3510 – Creator Boxs

৯) 3FFACIDCAWJBZ2 – Green Star Tokens

১০) 4FFGTYUO16POKH – Justice Fighter Weapon

১১) 5FF101TSNJX6E1 – Imperial Rome Weapon

১২) 6MSJX-8VM2-5B951 – Swordsman Legends Weapon

১৩) 7M68TZBSY29R41 – Winterlands Weapon Loot

১৪) 8X59F7V6987MAMP40 – New Year Weapon

১৫) 9SWER-6YYH-BGVC – Sneaky Clown Weapon

১৬) 10PK95JK8QWK4X – Pumpkin Flames Weapon

Garena Free Fire Additional Redeem Codes 6 January 2022 (গ্যারিনা ফ্রি ফ্রায়ারের অতিরিক্ত রিডিম কোডস)

১) FFIC33NTEUKA

২) FFICYZJZM5BZ

৩) FFIC65E279TQ

৪) FFICRF855MZT

৫) FFIC35N6LLLL

৬) FFICZTBCUR5M

৭) FFIC9PG5J5YZ

৮) FFICWFKZGQ6Z

৯) FFBATJSLDCCS

১০) FFBBCVQZ5MW

১১) FRTF234IR9TY

১২) FBHJNFY78T63

১৩) FTYU5TGFOSA5

১৪) FR2G-3H5E-RF6Y

১৫) F7T6-YTVH-G3BE

১৬) FJBC-HJNK-5RY7

১৭) F5TF-6GTY-VGHB

১৮) F5E3-R5T5-YHGB

১৯) F7T5-5FDS-W355

২০) FBNJ-IU87-SYEH

২১) FRMT-YKUO-I8HU

২২) FBYV-TCGD-B2EN

২৩) F5M5-KCT6-LYHO

২৪) FVCY-XTSR-F1VE

২৫) F5B5-NJ6I-TY8G

২৬) F6F5-TDRF-EV5B


পড়ে দেখুন – Garena Free Fire-এর 1 জানুয়ারী রিডিম কোড কীভাবে পাবে

How to redeem the free fire codes (কীভাবে ফ্রি ফ্রায়ার কোড রিডিম করবে)

প্রথম ধাপঃ

ফ্রি ফ্রায়ার রিডিম কোডের অফিশিয়াল ওয়েবসাইট – https://reward.ff.garena.com/en যেতে হবে।

দ্বিতীয় ধাপঃ

Facebook, Google, Twitter অথবা VK এর মধ্যে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। অবশ্যই করে গেমটি ওপেন করার সময় যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিলো।

তৃতীয় ধাপঃ

উপরিক্ত কোনো একটি রিডিম কোড কপি করে নিদিষ্ট বক্সে সেটি পেস্ট করতে হবে।

চর্তুথ ধাপঃ

কনর্ফাম বাটনে ক্লিক করতে হবে এবং একটি ডায়লগ বক্স আসবে ডাবল চেকিং এর জন্য।

পঞ্চম ধাপঃ

ডায়লগ বক্সটির Ok বাটনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপঃ

রিডিম কোড প্রক্রিয়া শেষ হবে এবং গেমাররা তাদের এওয়ার্ড গেমের মেল অপশনে পেয়ে যাবে।

পরিশেষেঃ

প্রত্যেক কোডের নিদিষ্ট মেয়াদ আছে এবং মেয়াদ শেষ হওয়ার আগে কোডগুলি ব্যবহার করতে হবে। রিডিম কোড নিতে হলে প্লেয়ারদের সেই অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করতে হবে যে অ্যাকাউন্টটি দিয়ে তারা ফ্রি ফ্রায়ার গেমটি ওপেন করেছিলো। কোনোরকম গেস্ট অ্যাকাউন্টটের সাহায্য তারা ফ্রি ফ্রায়ার রিডিম কোড গ্রহণ করতে পারবে না। গ্যারিনা, ফ্রি ফ্রায়ার প্লেয়ারদের উদ্দেশ্য ৪ জানুয়ারী ২০২২ তারিখে ঘোষনা করে যে নতুন ইমোট পেতে টপ-আপ করতে হবে। ৫০০টি হীরা টপ-আপের জন্য আপনি আলাদা আলাদা রিওয়ার্ড পাবেন। ১০০টি হীরার জন্য আয়রনথ্রাশের ব্যাকআপ এবং ৩০০টি হীরা টপ-আপ করলে একটি আইস ব্লসমস মোটরসাইকেল পাওয়া যাবে। ৯ জানুয়ারী ২০২২ এর মধ্যে আপনি এই আইটেমগুলি পাবেন।

Leave a Comment