বিশ্বে জনপ্রিয় মোবাইল গেমগুলির মধ্যে গ্যারিনা ফ্রি ফ্রায়ারের নাম সবার উপরে আছে। এই গেমটি মোবাইল গেমিং লাভারদের কাছে সবথেকে বেশী পছন্দের একটি গেম। গ্যারিনা ফ্রি ফ্রায়ারের জনপ্রিয়তার নিরিখে ভারতবর্ষ সবার উপরে আছে। ২০২০ সালে ভারতে পাবজি ব্যান হওয়ার পর থেকে ফ্রি ফ্রায়ার গেমটি সবথেকে বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। আবার, ২০২১ সালে লঞ্চ হওয়া ক্র্যাফটনের নতুন একটি গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফ্রি ফ্রায়ারের চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। কিন্তু গেমটি ২০২১ সালের অক্টোবর মাসে মোবাইল গেমিং বিশ্বে সবথেকে বেশী জনপ্রিয় গেমের খেতাব অর্জন করেছে। সারাবিশ্বে ফ্রি ফ্রায়ার গেমটি প্রায় ৩৪ মিলিয়ন ডাউনলোড হয়েছে।
Garena Free Fire Redeem Codes 2022:
অন্যান্য ব্যাটেল রয়েল গেমগুলির মতো গ্যারিনা ফ্রি ফ্রায়ার ও একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্মিত ব্যাটেল রয়েল গেম। ব্যাটেল রয়েল গেম বলতে বোঝায় যেখানে যুদ্ধক্ষেত্রে প্রবেশের পর ম্যাচ শেষে কেবলমাত্র একজন জয়ী হতে পারে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার গেমের প্লেয়াররা তাদের নিজস্ব কিছু গেমিং কৌশলের সাহায্য যুদ্ধক্ষেত্রে অবতরণ করা, নিজেদের অবস্থান বেছে নেওয়া, অস্ত্র সংগ্রহ করা ও শত্রুদের সাথে লড়াই করতে পারে। ফ্রি ফ্রায়ার গেমটির এইচডি মানের গ্রাফিক্স, গতিশীলতা, রিডিম কোড ও নিয়মিত আপডেটের জন্য এটি ই-গেমারদের কাছে সবথেকে পপুলার গেম হিসাবে আর্বিভূত হয়েছে। ভিডিও গেম ডেভেলপার ১১১ ডটস ষ্টুডিও এর দ্বারা ফ্রি ফ্রায়ার গেমটি তৈরী করা হয়েছে। ১১১ ডটস ষ্টুডিও গেমটি এমনভাবে তৈরী করেছে যে প্রতি ৫০ জন করে খেলোয়াড়রা ১০ মিনিট রাউন্ড করে গেমটি খেলতে পারবে। ভালোভাবে ম্যাচ উপভোগ করার জন্য ডেভেলপাররা খেলোয়াড়দের কিছু পুরস্কার দেয়। এই পুরস্কারগুলি হল আলফা সংখ্যার মতো কিছু নিউমেরিক কোড। এই কোডগুলি ব্যবহার করে খেলোয়াড়রা পোশাক, বন্দুক, ডায়মন্ডস এবং স্কিনস প্রভৃতি সংগ্রহ করতে পারে।
পড়ে দেখুন – বিশেষ ৬টি কারণের জন্য Free Fire নতুন ম্যাক্সের থেকে আলাদা
পড়ে দেখুন – Garena Free Fire ব্যান হওয়ার আসল কারণ অবশেষে জানা গেলো
Free Fire Redeem Codes 8 January 2022 (ফ্রি ফ্রায়ার রিডিম কোডস ৮ জানুয়ারী ২০২২)
১) FBBH-DJN9-T6V7
২) FTYV-G3ER-7SAQ
৩) FRG3-ER8F-YTGY
৪) F3KF-LCMX-SL2E
৫) F4NI-876T-GRBJ
৬) F87C-X54A-ERF2
৭) FN3J-K4IR-TG87
৮) F6TG-D5EN-314K
৯) FLOT-6YH9-F87Y
১০) FD3E-BWN3-M4K5
১১) FI4Y-87G6-F5DS
১২) FE5D-3E4R-TYH5
How to redeem the free fire codes (কীভাবে ফ্রি ফ্রায়ার কোডগুলি রিডিম করবে)
প্রথম ধাপঃ
ফ্রি ফ্রায়ার রিডিম কোডের অফিশিয়াল সাইটে যেতে হবে।
দ্বিতীয় ধাপঃ
Google, Twitter, Facebook এবং VK এর মধ্যে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। অবশ্যই করে গেমটি লগ ইন করার সময় যে অ্যাকান্টটি ব্যবহার করা হয়েছিলো।
তৃতীয় ধাপঃ
উপরের যে কোনো একটি রিডিম কোড নিয়ে সেটিকে নিদিষ্ট বক্সে পেস্ট করতে হবে।
চর্তুথ ধাপঃ
তারপর কনর্ফাম বাটনে ক্লিক করতে হবে এবং একটি ডায়লগ বক্স আসবে ডাবল চেকিং – এর জন্য।
পঞ্চম ধাপঃ
ডায়লগ বক্সের OK বাটনে ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপঃ
রিডিম কোড প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গেমাররা তাদের অ্যাওয়ার্ড গেমের মেল অপশন থেকে সংগ্রহ করতে পারবে।
পরিশেষেঃ
প্রত্যেকটি রিডিম কোডের নিদিষ্ট মেয়াদ থাকায় কোডগুলি মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবহার করতে হবে। রিডিম কোডের জন্য প্লেয়াররা গেমটি ওপেন করতে যে অ্যাকাউন্টটি ব্যবহার করেছিলো সেই অ্যাকাউন্ট বা আইডি দিয়ে লগ-ইন করতে হবে রিডেম্পশান ওয়েবসাইটে। গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে রিডিম কোড সংগ্রহ করতে পারবে না। কোন কোডে কী পুরস্কার আছে তা জানতে হলে গেম লবির ভল্ট ট্যাবে যেতে হবে। অ্যাকাউন্টের ওয়ালেটে স্বয়ংক্রিয়ভাবে হীরা বা সোনা যোগ হবে। আরো বেশী খেলোয়াড়দের আকৃষ্ট করতে ফ্রি ফ্রায়ার গেমটি বেশ কিছু মজাদার ইভেন্টের আয়োজন করে থাকে। বর্তমানে ফ্রি ফ্রায়ারের সুপার ম্যাচ ইভেন্টটিতে খেলোয়াড়রা হিটবাউন্ড ডেজার্ট ব্যান্ডেল সহ কিছু দুর্দান্ত আইটেম সংগ্রহ করতে পারে। হিটবাউন্ড ডেজার্ট ব্যান্ডেল পেতে শুধুমাএ ৯টি হীরার প্রয়োজন। এই ইভেন্টটি ১১ জানুয়ারী ২০২২ এ শেষ হবে।