দক্ষিণ কোরিয়ার ই-গেমিং সংস্থা ক্র্যাফটন ৯ ফেব্রুয়ারী ২০১৮ সালে বিশ্বের মোবাইল গেমিং জগৎে বিপ্লব তৈরী করেছিলো। তাদের নির্মান করা pubg mobile সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এমনকী এই মোবাইল গেমটি জনপ্রিয়তার নিরিখে গ্যারিনার তৈরী করা ফ্রি ফ্রায়ারকে পিছনে ফেলে দিয়েছিলো। ভারতে এই গেমটি সবথেকে বেশি পপুলার হয়ে ওঠে। কিন্তু ২০২০ সালে ভারতীয় গেমারদের জন্য ক্র্যাফটনের তৈরী করা পাবজি মোবাইলের খারাপ সময় চলে আসে। হঠাৎ করে গেমটি প্লে-স্টোর থেকে গায়েব হয়ে যায়। কারণ হিসাবে জানা যায় ভারত সরকার ২০২০ সালে সেপ্টম্বর মাসে পাবজি মোবাইলকে পুরোপুরি ব্যান করেছে।
ইন্ডিয়াতে পাবজি মোবাইল ব্যান হওয়ার পর ক্র্যাফটন ২ জুলাই ২০২১ সালে শুধুমাত্র ভারতীয় গেমিং ইউজারদের জন্য ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI নামে একটি নতুন গেম লঞ্চ করে। গেমটি লঞ্চ হওয়ার পর থেকে ধীরে ধীরে পপুলার হয়ে উঠেছে। ইতিমধ্যে এই ব্যাটেল রয়েল গেমটি প্লে-স্টোর থেকে ৪.৪ রেটিং এর সঙ্গে ৫০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড হয়েছে। ফ্রি ফ্রায়ারের মতো এটি ও একটি ফ্রি-টু-প্লে মোবাইল গেম। টিম ডেথম্যাচ, গতিশীলতা, আলট্রা এইচডি গ্রাফিক্স, উন্নত অ্যানিমেশান, নিয়মিত আপডেট এবং রিডিম কোডের কারনে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI গেমটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্মিত মোবাইলে গেমে পরিণত হয়েছে।
bgmi redeem code 16 january 2022 (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ১৬ জানুয়ারী ২০২২ রিডিম কোডস)
১) TQIZBZ76F – ভেইকেলের স্কিন
২) 5FG1OD33 – ফ্রি ইমোটস ও ফ্যালকন
৩) GPHZDBTFZM24U – UMP9 এর স্কিন
৪) KARZBZYTR – ফ্রিতে পোশাক
৫) JJCZCDZJ9U – গোল্ড রংয়ের প্যান
৭) UKUZBZGWF – ফ্রিতে আতশবাজি
৮) TIFZBHZK4A – ফ্রিতে পোশাক
৯) RNUZBZ9QQ – AKM হিমবাহের স্কিন
১০) PGHZDBTFZ95U – M416 এর স্কিন
১১) R89FPLM9S – সাথী বা মেম্বার
১২) BMTCZBZMFS – সুন্দর গোলাপি সেট
১৩) 5FG1OD33 – পোশাক ফ্রিতে পাওয়া যাবে
১৪) TQIZBZ76F – ফ্রিতে ৩টি মোটরবাইক
১৫) BMTFZBZQNC – ফ্রিতে ড্রিফটার সেট পাবে
১৬) SD14G84FCC – স্নাইপার বন্দুক KAR98 এর জন্য বিনামূল্য স্কিন
১৭) RNUZBZ9QQ – হিমবাহ AKM এর ত্বক
পড়ে দেখুন – কীভাবে PC তে PUBG: Battlegrounds গেমটি ডাউনলোড করবে
পড়ে দেখুন – Free Fire Max-কে কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবে ?
bgmi free uc redeem code & royal pass today (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফ্রি UC ১৬ জানুয়ারী ২০২২)
১) LEVKIN1QPCZ : গোল্ড রেসার সেট
২) ZADROT5QLHP : স্টিলথ ব্রিগেড সেট
৩) SIWEST4YLXR : অ্যাসাসিন সুট এবং বটম
৪) JJCZCDZJ9U : গোল্ডেন প্যান
৫) VETREL2IMHX : বাম্বল সেট বি
৬) MIDASBUY – COM : কার্ডে ফ্রিতে নাম পরিবর্তন
৭) TIFZBHZK4A : লেজেন্ডারি পোশাক
৮) BOBR3IBMT : ডেজার্টের রেঞ্জার সেট
৯) GPHZDBTFZM24U : UMP9 বন্দুকের চামড়া
১০) KARZBZYTR : KAR98 বন্দুকের ত্বক
১১) SD14G84FCC : AKM এর স্কিন
১২) RNUZBZ9QQ : পোশাক
১৩) TQIZBZ76F : মোটর গাড়ির চামড়া
১৪) SD16Z66XHH : SCAR-L বন্দুকের স্কিন
১৫) R89FPLM9S : ফ্রিতে সঙ্গী বা সদস্য পাওয়া যাবে
১৬) S78FTU2XJ : M16A4 এর নতুন ত্বক
১৭) PGHZDBTFZ95U : M416 বন্দুকের স্কিন
১৮) UKUZBZGWF : বিনামূল্য বোমবাজি পাওয়া যাবে
১৯) 5FG1OD33 : পোশাক ও ফ্যালকন পাওয়া যাবে
২০) BMTCZBZMFS : গোলাপী রংয়ের সুন্দর সেট
Top 3 ways to get free bgmi uc in 2022 (তিনটি উপায়ে কীভাবে ফ্রিতে bgmi uc পাবে)
ক্র্যাফটনের BGMI গেমটিতে গেমাররা আনলিমিটেড ক্যাশ (UC) ব্যবহার করে বন্দুকের স্কিনস, নতুন পোশাক এবং বেশকিছু দ্রব্যসামগ্রী ও ইনগেম আইটেম সহ রয়্যাল পাস কিনতে পারে। UC – এর পরিমানের ওপর নির্ভর করে এর দাম বিভিন্ন হয়। যেসব গেমাররা UC ক্রয় করতে পারে না তারা এই তিনটি উপায়ে ২০২২ এ বিনামূল্য UC বা আনলিমিটেড ক্যাশ কিনতে পারে –
১) Google Opinion Rewards
বিশ্বের সবথেকে বড়ো টেক জায়েন্ট কোম্পানী Google এই অ্যাপটি তৈরী করেছে। গেমারদের বিনামূল্য পুরস্কার প্রদানের জন্য Google Opinion Rewards হল সবথেকে বিশ্বাসযোগ্য একটি অ্যাপ। BGMI প্লেয়াররা নিরাপদে এটি ব্যবহার করতে পারে। প্রথমে গেমারদের একটি Google প্রোফাইল সেট আপ করতে হবে। তারপর তারা সহজ কয়েকটি Survey সম্পূর্ণ করে Google Play ক্রেডিট অর্জন করতে পারবে। এর বিনিময়ে তারা কিছু অর্থ পাবে যেগুলি গেমে UC কেনার জন্য ব্যবহার করতে পারে।
২) Giveaways
Giveaways হল সবথেকে সহজে বিনামূল্য UC পাওয়ার একটি প্রক্রিয়া। বিভিন্ন BGMI ইউটিউবার এবং স্ট্রীমরা অনেক সময় ফ্রিতে কিছু ইউসি Giveaway করে। তাছাড়া BGMI ই-স্পোর্টসের আয়োজকরা প্রায় সময় বিনামূল্য UC দিয়ে থাকে।
৩) Poll Pay
Poll Pay হল একটি পপুলার গেট-পেড-টু অ্যাপ। এটি Google Opinion Rewards এর মতো একই নিয়মে কাজ করে। গেমিং ইউজাররা কিছু সহজ কাজ এবং কয়েকটি সার্ভে (Survey) সম্পূর্ণ করে ভার্চুয়াল নগদ অর্থ রোজগার করতে পারে। বিনামূল্য UC আদায় করার জন্য পোল পে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।
bgmi additional redeem codes 16 january 2022 (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ১৬ জানুয়ারি ২০২২ রিডিম কোড)
DKJU9GTDSM | ১০০০ সিলভারের টুকরো |
EKJONARKJO | M416 বন্দুকের জন্য প্রচুর স্কিন |
BAPPZBZXF5 | UMP-45 বন্দুকের স্কিন |
TQIZBZ76F | ভেইকেলের স্কিন |
ZADROT5QLHP | স্টিলের ব্রিগেড সেট |
JJCZCDZJ9U | গোল্ড প্যান |
BBKTZEZET3 | লিও সেট পোশাক |
TIFZBHZK4A | লেজেন্ডারি পোশাক |
BBKRZBZBF9 | ফ্রিতে পাবজি ক্যানন |
UCBYSD600 | ৬০০ ইউসি |
SD16Z66XHH | স্কারলের বন্দুকের স্কিন |
BBVNZBZ4M9 | ফ্রিতে পাবজি ফুটবল ও চিকেন ডিনার |
DKJU5LMBPY | ফ্রিতে সিলভারের টুকরো |
MIDASBUY | ফ্রিতে রুম কার্ড এবং নাম পরিবর্তনের কার্ড |
BBKVZBZ6FW | ২ জনপ্রিয় লাল চা |
BOBR3IBMT | মরুভূমিতে রেঞ্জার সেট |
R89FPLM9S | বিনামূল্য সাথী বা সদস্য পাবে |
SIWEST4YLXR | অ্যাসাসিন সুট বা বটম |
BMTCZBZMFS | সুন্দর দেখতে পিঙ্ক রঙের সেট বা হেডপিস |
bgmi নতুন বিনামূল্য UC এর মূল্য তালিকা
ইউসি নম্বর | দাম বা মূল্য |
৬০ | ৭৫ টাকা |
৩০০+ (ফ্রিতে ২৫) | ৩৮০ টাকা |
৬০০+ (ফ্রিতে ২৫) | ৭৫০ টাকা |
১৫০০+ (ফ্রিতে ৩০০) | ১৯০০ টাকা |
৩০০০+ (ফ্রিতে ৮৫০) | ৩৮০০ টাকা |
৬০০০+ (ফ্রিতে ২১০০) | ৭৫০০ টাকা |
how to redeem code in battlegrounds mobile india (কীভাবে bgmi এর কোড রিডিম করবো)
ধাপ – ১ :
প্রথমে bgmi রিডিম কোড রিডেম্পশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ধাপ – ২ :
এবার নির্দিষ্ট বক্সে ক্যারেকটার আইডি দিতে হবে।
ধাপ – ৩ :
উপরের কোনো একটি রিডিম কপি করে রিডেম্পশান কোড বক্সে পেস্ট করতে হবে এবং ক্যাপচা দিতে হবে।
ধাপ – ৪ :
তারপর রিডিম বাটনে ক্লিক করতে হবে।
ধাপ – ৫ :
সমস্ত বিবরণ বা ইনফরমেশন চেক করে Ok বাটনে ক্লিক করবে।
ধাপ – ৬ :
সর্বশেষে Ok বাটনে ক্লিক করার পর আপনি রিডেম্পশন কোড বা পুরস্কার পেয়ে যাবেন।
পরিশেষে :
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হল একটি র্ভাচুয়াল যুদ্ধক্ষেত্র। প্রতি ম্যাচে ইভেন্টের শেষে bgmi গেমারদের জন্য বিভিন্ন পুরস্কার দেয়। এই পুরস্কারগুলি হল কিছু আলফা সংখ্যাসূচক নিউমেরিক কোড। কোডগুলির নির্দিষ্ট একটি মেয়াদ আছে। মেয়াদ শেষ হওয়ার আগে কোডগুলি ব্যবহার করতে হয়। রিডিম কোডগুলি কিন্তু অধিকবার ব্যবহার করা যায় না। কোডগুলি রিডিম করার জন্য ক্যারেকটার আইডি লাগবে। bgmi গেমে লগ-ইন করার পরে আপনার প্রোফাইলের বেসিক ইনফোতে যে ID নম্বরটি হল ক্যারেকটার আইডি।