Free Fire – এর 22 জানুয়ারী 2022 রিডিম কোড কীভাবে পাবে

জনপ্রিয় ব্যাটেল রয়েল গেমগুলির মধ্যে ফ্রি ফ্রায়ার হল সবথেকে সেরা একটি অ্যান্ড্রয়েড গেম। এই গেমটিকে গ্যারিনা ২৩ আগষ্ট ২০১৭ সালে লঞ্চ করেছিলো। গেমটি লঞ্চ হওয়ার পর থেকে সবথেকে বেশি ডাউনলোডেড গেমের তালিকায় অন্তর্ভূক্ত হয়। বর্তমানে সবথেকে বেশি আকর্ষনীয় গেম হল গ্যারিনার ফ্রি ফ্রায়ার। গেমটির জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। বড়ো থেকে ছোটো সব বয়সের গেমারদের কাছে এটি একটি অতুলনীয় গেম।

রেটিং এবং ডাউনলোডের বিচারে ফ্রি ফ্রায়ার গেমটি এখন সবার উপরে। গেমটি ৩৪ মিলিয়ন ডাউনলোডের খেতাব নিয়ে গুগেল প্লে-স্টোরে রাজ করছে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার হল একটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ভিওিক ব্যাটেল রয়েল গেম। গেমটির ভার্চুয়াল জগৎে প্লেয়াররা নিজেদের কলা কৌশলকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতাকে প্রমাণ করে। ১১১ ডটস ষ্টুডিও দ্বারা ফ্রি ফ্রায়ার গেমটি তৈরি করা হয়েছে। সংস্থাটি গেমটিকে এমনভাবে তৈরি করেছে যে ৫০ জন প্লেয়ার প্রতি ১০ মিনিট রাউন্ড করে গেমটি খেলতে পারে। ভালোভাবে ম্যাচ উপভোগ করার জন্য গেমের ডেভেলপাররা প্রতিদিন কিছু সংখ্যক আলফা নিউমেরিক কোড দেয়। এই কোডগুলিকে বলা হয় রিডিম কোড। গেমে রিডিম কোড ব্যবহার করে গেমাররা স্কিনস, পোশাক, উইপেন্স, ডায়মন্ডস ইত্যাদি সংগ্রহ করে।

Garena free fire redeem codes 22 january 2022 (গ্যারিনা ফ্রি ফ্রায়ার রিডিম কোড ২২ জানুয়ারী ২০২২)

DDFRTY2021POUYTফ্রিতে পোষা প্রাণী
MJTFAER8UOP21৮০০০০ ডায়মন্ড কোড
SDAWR88YO21UBডিজে অলোক চরিত্র
NHKJU88TREQWটিটিয়ান মার্ক মেশিনের স্কিনস
MHOP8YTRZACDপালোমা চরিত্র
BHPOU82021NHDFএলিট পাস এবং ফ্রি টপ আপ
FFGYBGFDAPQOফ্রি ফায়ার ডায়মন্ডস
FFGTYUO21POKHযোদ্ধা এবং ভাঙচুর বিদ্রোহের লুট ক্রেট
BBHUQWPO2021UYডায়মন্ড রয়্যাল ভাউচার
ADERT8BHKPOUজামাকাপড়
RRQ3SSJTN9UK২x ak47 এর ফ্লেমিং ড্রাগন লুট ক্রেট এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার
FF11WFNPP956কিলার মাইন্ড সার্ফবোর্ড এবং ইঞ্জিনিয়ার অস্ত্র লুট ক্রেট
Credit : Free Fire India Official

Free Fire additional redeem codes for 22 january 2022 (ফ্রি ফ্রায়ারের অতিরিক্ত রিডিম কোড ২২ জানুয়ারী ২০২২)

১) FUYT-XSHE-GRFC

২) F5TR-EFDI-VBNE

৩) FY45-6U7I-UYJT

৪) FGSV-JHBH-GY9T

৫) FTR2-F4RG-DF6S

৬) F467-FBHT-8CDE

৭) FR7F-UD5W-Y5CA

৮) FFV6-BERY-FX4E

৯) FD2C-VBRT-H7BV

১০) F2SY-EYHG-8FS4

১১) FQE2-R3FR-TR76

১২) FXSA-W234-RFVB

১৩) HYT5-67UJ-MLO9

১৪) F8UJ-HGBV-CXZS

১৫) FERF-T5R4-E3W2

১৬) FA3Z-XCVB-NJMK

১৭) IUYT-GFBN-MXKL

১৮) FI5Y-TGFC-XSWE

১৯) FFVB-HY65-RFGH

২০) FNMO-I8U7-YHGZ


পড়ে দেখুন – BGMI-এর 2022 জানুয়ারী মাসের নতুন 1.8 আপডেট আসলে কি ?

পড়ে দেখুন – কীভাবে PC তে PUBG: Battlegrounds গেমটি ডাউনলোড করবে

How to redeem the free fire codes (কীভাবে ফ্রি ফ্রায়ার কোডগুলি রিডিম করবে)

ধাপ – ১ :

ফ্রি ফ্রায়ার রিডিম কোডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

ধাপ – ২ :

Google, Twitter, Facebook এবং VK এর মধ্যে থেকে যেকোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। গেমটি লগ-ইন করতে যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিলো সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে।

ধাপ – ৩ :

উপরিক্ত যে কোনো একটি রিডিম কোড নিয়ে নিদিষ্ট বক্সে পেস্ট করতে হবে।

ধাপ – ৪ :

এরপর কনর্ফাম বাটনে ক্লিক করতে হবে এবং তারপর একটি ডায়লগ বক্স আসবে ডাবল চেকিং – এর জন্য।

ধাপ – ৫ :

ডায়লগ বক্সটির ওকে (Ok) বাটনে ক্লিক করতে হবে।

ধাপ – ৬ :

রিডেম্পশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে গেমররা তাদের রিডিম কোড গেমের মেল অপশন থেকে নিতে পারবে।

পরিশেষে :

ফ্রি ফ্রায়ারের প্রত্যেকটি রিডিম কোডের একটি নিদিষ্ট মেয়াদ আছে। রিডিম কোডগুলির মেয়াদ শেষ হওয়ার পরে আর এই কোডগুলি ব্যবহার করা যাবে না। রিডেম্পশান ওয়েবসাইটের সাহায্য রিডিম কোড ব্যবহার করে প্লেয়াররা বিনামূল্য কিছু পুরস্কার পায়। তাছাড়া গেমের নিদিষ্ট কিছু ধাপকে আনলক করতে এবং বিভিন্ন পয়েন্ট সংগ্রহ করতে এই রিডিম কোডগুলি ব্যবহার করা হয়। গেস্ট অ্যাকাউন্ট দিয়ে কোনো প্লেয়ার সাইন আপ করলে তারা রিডিম কোড পাবে না। গ্যারিনা ফ্রি ফ্রায়ার তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছে যে শীঘ্রই একটি নতুন ক্রসওভার ইভেন্ট আসতে চলেছে। নতুন এই ক্রসওভার ইভেন্টে ইউবিসফটের বিজয়ী পুরস্কারের ভিডিও গেম সিরিজ এবং অ্যাসাসিন ক্রিডকে ফ্রি ফ্রায়ারে নিয়ে আসা হবে। গেমারদের জন্য এই ক্রসওভার ইভেন্টটি এই বছরের মার্চ মাসে হবে। তবে এখনো গেমারদের উদ্দেশ্য সেই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। ক্রসওভার ইভেন্টটি নিয়ে আগামী সপ্তাহে গেমারদের বিশদে আরও জানানো হবে।

Leave a Comment