ক্র্যাফটনের পাবজি মোবাইল ব্যান হওয়ার পর ভারতীয় পাবজি লাভাররা খুব হতাশাগ্রস্ত হয়েছিল। ২০২০ সালে ২রা সেপ্টেম্বর ভারতীয় পাবজি প্রেমীদের কাছে একটা অভিশপ্ত দিন ছিলো। কিন্তু ২০২১ সালে ২রা জুলাই আসে সেই ভালো দিন। যেদিন শুধুমাত্র ভারতীয় গেমারদের জন্য ক্র্যাফটন Battlegrounds Mobile India বা BGMI নামে নতুন একটি গেম লঞ্চ করে। গেমটির পপুলারিটি ধীরে ধীরে বাড়তে থাকে। ভারতে ফ্রি ফ্রায়ারকে টেক্কা দিতে ক্র্যাফটন এই ব্যাটেল রয়েল গেমটি তৈরী করে।
Battlegrounds Mobile India গেমটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিওিক ব্যাটেল রয়েল গেম। গেমটি ইতিমধ্যে প্লে-স্টোর থেকে ৪.৩ রেটিং এর সাথে ৫০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোডের গন্ডি পার করেছে। গেমটির সর্বশেষ ১.৮ আপডেটের জন্য গেমাররা বিনামূল্য পুরস্কার হিসাবে ৩০০০ বিপি, ১০০ এজি এবং একটি Aureate Assassin Helmet পাবে। গেমটিতে টিম ডেথম্যাচ, আলট্রা এইচডি গ্রাফিক্স, উন্নত অ্যানিমেশান এবং এর গতিশীলতার জন্য এটি মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেমে পরিণত হয়েছে।
গেমটির ডেভেলপাররা প্রতিদিন bgmi খেলোয়াড়দের জন্য ফ্রিতে কিছু পুরস্কার বা অ্যাওয়ার্ড দেয়। এই কারণে তারা বেশকিছু আলফা নিউমেরিক কোড তৈরী করেছে। এই কোডগুলিকে বলা হয় রিডিম কোড। বিনামূল্য পুরস্কার জেতার জন্য প্লেয়াররা এই রিডিম কোড ব্যবহার করে বন্দুকের স্কিন, ডায়মন্ডস, ইউসি, পোশাক এবং ক্রেটস প্রভৃতি সংগ্রহ করতে পারে। আজ ৬ ফেব্রুয়ারী ২০২২ এর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার রিডিম কোড সর্ম্পকে বিবৃতি দেওয়া হল।
bgmi redeem code today 6 february 2022 (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ৬ ফেব্রুয়ারী ২০২২ রিডিম কোড)
১) DKJU5LMBPY – রুপোর টুকরো
২) DKJU9GTDSM – প্রথম ৫০ হাজার ব্যবহারকারীর জন্য সিলভারের টুকরো
৩) GOGIJ2UN2X1000 – সিলভার টুকরো
৪) WPX0ZHW1OV – M416 বন্দুকের আনলিমিটেড স্কিন
৫) HRZHFFMRKYUMP – মেশিন গানের চামড়া
৬) YVMEQS294 – যানবাহনের স্কিন
৭) IPOY8WZRHUD – স্টিলথ ব্রিগেড সেট
৮) GXOG9WZKXM – গোল্ডেন প্যান
৯) GFOPGKEKY9 – লেজেন্ডারি লিওসেট জামাকাপড়
১০) WMJDGLHI8F – লিজেন্ডারি পোশাক
১১) EENUCE12 – বিনামূল্য ১টি PUBG ক্যানন
১২) XFEB9B933600 – সুন্দর গোলাপি রঙের হেডপিস
১৩) UCVG49EQ9BK – KSCAR – L বন্দুকের স্কিন
১৪) EEY89XEC7P2 – ফ্রিতে bgmi ফুটবল এবং চিকেন
১৫) CEG6HW8TOKS – ফ্রিতে সিলভারের টুকরো
১৬) PLGDVJKBBGET A – ফ্রিতে রুম কার্ড এবং নাম পরিবর্তনের কার্ড
১৭) EENYCXEYJKZ 2 – লাল চায়ের জনপ্রিয়তা
১৮) DQDT53DOV – মরুভূমির রেঞ্জার সেট
১৯) S90GQMN0T – ফ্রিতে সঙ্গী পাবেন
২০) TJXFTNLZMYS – অ্যাসাসিন সুট বা বটম
২১) Q1PQADAYW6 – সুন্দর গোলাপী সেট
bgmi additional redeem codes 6 february 2022 (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ৬ ফেব্রুয়ারী ২০২২ অতিরিক্ত রিডিম কোড)
১) KRBAMYOKG0
২) KIFPV8U12Y
৩) QIDJ4YM6VR
৪) EURAB7QRR3
৫) U5Y5RD4FMS
৬) UW6HVV7HMP
৭) O6MU8H6KF8
৮) H26J604Y9H
৯) TIZLHCDT9Q
১০) 6MJUCSP8NN
১১) OVLZUNLFRV
১২) L82METW8TY
১৩) B4OL20B5YH
১৪) BXBIDV1PQ3
১৫) 70S4ZUW46D
১৬) VZMWRQWIGK
১৭) 39OUCODX1G
১৮) BAMRGGYCW8
১৯) 20V57JQ116
২০) 8RK6YV4JOL2
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নতুন বিনামূল্যর UC এর মূল্য তালিকা
UC – এর সংখ্যা | মূল্য বা দাম (টাকা) |
৬০ | ৭৫ টাকা |
৩০০+ (ফ্রি ২৫) | ৩৮০ টাকা |
৬০০+ (ফ্রি ২৫) | ৭৫০ টাকা |
১৫০০+ (ফ্রি ৩০০) | ১৯০০ টাকা |
৩০০০+ (ফ্রি ৮৫০) | ৩৮০০ টাকা |
৬০০০+ (ফ্রি ২১০০) | ৭৫০০ টাকা |
bgmi free uc generator tool 2022 (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফ্রি ইউসি টুল)
গেমাররা বিভিন্ন UC টুলের মাধ্যমে গেম থেকে কিছু আনলিমিটেড ক্যাশ সংগ্রহ করে। এই আনলিমিটেড ক্যাশ ব্যবহার করে গেমাররা বন্দুকের বিভিন্ন স্কিন, রয়্যাল পাস, নতুন পোশাক এবং ইনগেম আইটেম কিনতে পারে। ইউসি এর সংখ্যার ওপর নির্ভর করে এর দাম ও বিভিন্ন হয়। প্লেয়াররা নিম্মলিখিত উপায়ে ফ্রিতে UC বা আনলিমিটেড ক্যাশ ক্রয় করতে পারে।
১) Google Opinion Rewards
ফ্রিতে UC কেনার জন্য গুগেল অপিনিয়ন রিওয়ার্ড হল সবথেকে নিরাপদ একটি মাধ্যম। টেক জায়েন্ট কোম্পানী Google এই অ্যাপটি তৈরী করেছে। BGMI প্লেয়াদের জন্য এটি একটি ভরসাযোগ্য প্ল্যার্টফম। প্লেয়াদের প্রথমে একটি গুগেল প্রোফাইল সেট আপ করতে হবে। এরপর তারা কয়েকটি সহজ সার্ভে পূরণ করে বিনামূল্য কিছু অর্থ উপার্জন করতে পারবে।
২) Poll Pay
Google Opinion Rewards এর মতো আরেকটি অ্যাপ হল Poll Pay। পোল-পে একটি জনপ্রিয় গেট -পেড-টু অ্যাপ। ফ্রিতে UC পাওয়ার জন্য পোল-পে একটি নির্ভরযোগ্য অ্যাপ। এখানে গেমাররা কিছু সার্ভে সর্ম্পূণ করার মাধ্যমে ভার্চুয়াল ক্যাশ উপার্জন করতে পারে।
৩) Giveaways
সবথেকে সহজে ফ্রিতে UC পাওয়ার একটি মাধ্যম হল Giveaways। অনেক bgmi ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন সময় ফ্রিতে কিছু UC দেয়। এছাড়া BGMI এর ডেভেলপাররা প্রায় সময় ফ্রিতে কিছু UC দেয়।
পড়ে দেখুন – সত্যি শীঘ্রই bgmi lite এই নতুন বছরে কোনো তারিখে আসতে পারে
পড়ে দেখুন – BGMI-এর 2022 জানুয়ারী মাসের নতুন 1.8 আপডেট আসলে কি ?
how to redeem code in bgmi 2022 (কীভাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কোড রিডিম করবে)
ধাপ – ১ :
প্রথমে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল রিডেম্পশান ওয়েবসাইট যেতে হবে।
ধাপ – ২ :
CHARACTER ID – এর নিদিষ্ট বক্সে নিজের ক্যারেকটার আইডি দিতে হবে। ক্যারেকটার আইডি মানে নিজের bgmi প্রোফাইলে যে ID থাকে।
ধাপ – ৩ :
উপরের যেকোনো একটি কোড কপি করে REDEMPTION CODE বক্সে পেস্ট করতে হবে।
ধাপ – ৪ :
VERIFICATION CODE বক্সে তার পাশের চিত্র দেখে নিদিষ্ট সংখ্যার কোড দিতে হবে।
ধাপ – ৫ :
এরপর হলুদ রঙের রিডিম বাটনে ক্লিক করতে হবে।
ধাপ – ৬ :
সমস্ত তথ্য ভালো করে চেক করে রিডিম বাটনে ক্লিক করার পরে আপনি রিওয়ার্ড বা পুরস্কার পেয়ে যাবেন।
পরিশেষে :
প্রতিদিন লক্ষ লক্ষ গেমাররা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার রিডিম কোড ব্যবহার করে বিভিন্ন পুরস্কার সংগ্রহ করছে। নিজের অর্থ খরচ না করে অনায়সে খেলোয়াড়রা বন্দুক বা পোশাকের স্কিন, ইউসি এবং ডায়মন্ডস কিনতে পারে। রিডিম কোড ছাড়া গেমাররা গেমটির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে রিওয়ার্ড বা পুরস্কার পেতে পারে। সেজন্য গেমের মধ্যে থাকা বিভিন্ন ইভেন্ট বা মিশনগুলিকে সর্ম্পূণ করতে হবে। যদি আপনার কাছে UC থাকে তবে আপনি রয়্যাল পাস এবং অন্যান্য নতুন স্কিন কিনতে পারবে। এই পোস্টে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার রিডিম কোড সর্ম্পকে আলোচনা করা হলো। আশা করি এই পোস্টটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পোস্টটি পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন।