ফ্রি ফায়ার একটি জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম। ব্যাটেল রয়েলের দুনিয়ায় এর নাম সবার শীর্ষে। free fire ছাড়া আরো অনেক জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম আছে। মোবাইল গেমগুলির মধ্যে ব্যাটেল রয়েল সবার পছন্দের গেম।
বর্তমানে গেমগুলির জনপ্রিয়তার কারণ মাল্টিপ্লেয়ার মোড। গেমগুলি একসাথে অনেক ইউজার টিম গঠন করে খেলতে পারে। এছাড়া সবথেকে বড়ো কারন হল ডায়মন্ড।
বিভিন্ন গেমে এই ডায়মন্ডের বদলে প্রচুর আইটেম পাওয়া যায়। এই আইটেমগুলির মধ্যে থাকে বিভিন্ন বন্দুক, স্কিন্স, পোশাক, চরিত্র প্রভৃতি। তবে ডায়মন্ডগুলি ফ্রিতে পাওয়া যায় না। এরজন্য ডায়মন্ডগুলিকে ক্রয় করতে হয়।
প্লেয়াররা সাধারণত ডায়মন্ডগুলি প্লেস্টোর থেকে ক্রয় করে। প্লেস্টোরে ডায়মন্ডগুলির দাম বেশী থাকে। সেক্ষেত্রে প্লেস্টোরের বিকল্প কিছু ব্যবহার করা যায়।
ডায়মন্ড বা ইউসি প্রায় প্রত্যেক গেমে প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্লেস্টোর থেকে এইগুলি ক্রয় করা অসম্ভব। প্লেস্টোরের বিকল্প হিসাবে সবথেকে বিশ্বাসযোগ্য মাধ্যম হল কোডাশপ।
কোডাশপ কি ? (what is codashop)
Codashop বিশ্বের সবথেকে বড়ো এবং বিশ্বস্ত একটি টপ আপ ওয়েবসাইট। এটি এশিয়া মহাদেশের একটি শীর্ষ অনলাইন গেমিং স্টোর। প্লেয়াররা অনলাইন গেম টপ-আপ এবং ইন গেম আইটেম ও গেম কার্ড কিনতে এটি ব্যবহার করে।
কোডাশপ ২০১১ সালে গেমিং উদ্যোক্তাদের একটি গ্রুপ দ্বারা গঠন করা হয়েছিলো। এই কোম্পানীর হেড কোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। কোডাশপের মূল লক্ষ্য হল গেমারদের জন্য অনলাইন গেমের সুবিধাগুলি উপস্থাপন করা। কোম্পানিটি গেমারদের জন্য আরো নতুন গেমের ধারনা নিয়ে কাজ করছে।
সারা বিশ্বে অনেক জনপ্রিয় গেম আছে। তাদের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, কল অফ ডিউটি উল্লেখযোগ্য। কোডাশপ হল এই সমস্ত অনলাইন গেমের পার্টনার।
অনলাইন গেমগুলি ছাড়াও কোডাশপ আরো কিছু পরিষেবা দেয়। এরমধ্যে নতুন কনটেন্ট বানানো, কমিউনিটি তৈরি করা, কাস্টোমার সার্পোট এবং মার্কেটিং করা।
কোডাশপ হল সবধরণের গেমের একটি ওয়ান-স্টপ দোকান। সম্প্রতি প্রতি গেমের ইন-গেম আইটেম ও গেমিং অ্যাকাউন্ট টপ আপের মাধ্যম হল কোডাশপ।
এই টপ-আপ মাধ্যমটি এশিয়ার বাইরেও ব্যবহার করা যাবে। গেমস ছাড়াও এটি অনলাইন বিনোদনের সবথেকে বিশ্বস্ত টপ-আপ মাধ্যম। এটি অনলাইন গেমে হীরা কেনার সবথেকে সরল দ্রুততম সাইট।
এই সাইটের মাধ্যমে প্লেয়াররা হীরা কেনা ছাড়া অন্যান্য অতিরিক্ত সুবিধা পায়। এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে নির্দিষ্ট কোনো কিছুর প্রয়োজন লাগে না।
কোডাশপে হীরার দাম (codashop diamond price)
কোডাশপে প্রত্যেকটি হীরা বা ডায়মন্ডের বর্তমান মূল্যগুলি হল –
কোডাশপ হীরা বা ডায়মন্ড | হীরা বা ডায়মন্ডের মূল্য |
৫০টি হীরা | ৪০ টাকা |
১০০টি হীরা | ৮০ টাকা |
৩১০টি হীরা | ২৪০ টাকা |
৫২০টি হীরা | ৪০০ টাকা |
১০৬০টি হীরা | ৮০০ টাকা |
২১৮০টি হীরা | ১৬০০ টাকা |
৫৬০০টি হীরা | ৪০০০ টাকা |
কোডাশপ থেকে হীরা কেনার জন্য বর্তমানে এই মূল্যগুলি দিতে হবে। অনেকের মনে হতে পারে হীরাগুলির দাম অনেক বেশী। কিন্তু কোডাশপ হীরা কেনার সাথে কিছু অতিরিক্ত সুবিধা দেয়।
ডায়মন্ড কেনার সাথে কোডাশপ প্লেয়ারদের কিছু অফার দেয়। বর্তমানে প্লেয়াররা পেটিএম ব্যবহার করে কোডাশপ থেকে হীরা কিনতে পারে।
কোনো প্লেয়ার ৩১০টি বা তার বেশী হীরা ক্রয় করলে বিনামূল্য একটি থ্রিএক্স carrot nator an94 বন্দুকের বাক্স পাবে। এই অফারটি বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন হতে পারে।
বর্তমানে নতুন প্লেয়াররা বিনামূল্য 2x victory wings বন্দুক পাবে। কোনো প্লেয়ার প্রথমবার কোডাশপে লগ-ইন করলে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে।
কোডাশপের মূল্য পরিশোধের পদ্ধতি (codashop payment method)
কোডাশপে হীরা ক্রয়ের জন্য বিভিন্ন মূল্য পদ্ধতি আছে। তবে ভারতীয় ব্যবহারকারীরা মূলত তিনটি পদ্ধতিতে হীরা কিনতে পারে। ডায়মন্ড কেনার জন্য ভারতীয় প্লেয়ার ভরসা করে –
- Paytm
- UPI
- NetBanking
কোডাশপ ব্যবহারের দেশ সমূহ (codashop available countries)
কোডাশপ বিভিন্ন দেশে পাওয়া যায়। যেসমস্ত দেশে কোডাশপ পাওয়া যায় তার তালিকা নীচে দেওয়া হল –
ইউরোপ | আমেরিকা | দক্ষিণ-পূর্ব এশিয়া | মধ্যএশিয়া | দক্ষিণ এশিয়া | আফ্রিকা | অন্যান্য |
বেলজিয়াম | আর্জেন্টিনা | কম্বোডিয়া | বাহরাইন | ভারত | মিশর | অস্ট্রেলিয়া |
ডেনমার্ক | বলিভিয়া | ইন্দোনেশিয়া | ইরাক | বাংলাদেশ | মরক্কো | হংকং |
ডয়েচল্যান্ড | ব্রাজিল | লাওস | কুয়েত | নেপাল | নাইজেরিয়া | জাপান |
স্পেন | কানাডা | মালয়েশিয়া | কাতার | পাকিস্তান | দক্ষিণ আফ্রিকা | কজাখস্তান |
ফ্রান্স | চিলি | মায়ানমার | সৌদি আরব | শ্রীলঙ্কা | মঙ্গোলিয়া | |
ইতালি | কলম্বিয়া | ফিলিপাইন | তুরস্ক | রাশিয়া | ||
নেদারল্যান্ড | ইকুয়েডর | সিঙ্গাপুর | সংযুক্ত আরব আমিরশাহী | দক্ষিণ কোরিয়া | ||
নরওয়ে | মেক্সিকো | থাইল্যান্ড | তাইওয়ান | |||
অস্ট্রিয়া | প্যারাগুয়ে | ভিয়েতনাম | ||||
পোল্যান্ড | পেরু | তিমুর | ||||
সুইজারল্যান্ড | যুক্তরাষ্ট্র | |||||
সুইডেন | উরুগুয়ে | |||||
যুক্তরাজ্য |
পড়ে দেখুন – Garena Free Fire এর পরিবর্তে সেরা আকর্ষনীয় ২০টি বিকল্প গেম
পড়ে দেখুন – Garena Free Fire ব্যান হওয়ার আসল কারণ অবশেষে জানা গেলো
কিভাবে কোডাশপ থেকে হীরা কিনবেন (how to top up diamond in codashop)
কোডাশপ থেকে প্রায় প্রত্যেকটি অনলাইন গেমের জন্য হীরা কেনা যায়। হীরাগুলি কেনার জন্য কোডাশপে লগ-ইন করতে হয় না। প্লেয়াররা তাদের নিজেদের আইডির মাধ্যমে হীরা কিনতে পারবেন। প্লেয়ারদের নিজেদের গেমিং প্রোফাইলে কতগুলি সংখ্যা যুক্ত একটি আইডি থাকে। হীরা কিনতে সেই আইডি লাগবে।
কোডাশপ থেকে হীরা কেনার জন্য নিম্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে –
ধাপ – ১ :
প্রথমে কোডাশপের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
ধাপ – ২ :
অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে কতগুলি গেম দেখতে পাবেন। তাদের মধ্যে যেকোনো একটি গেম নির্বাচন করুন। বর্তমানে ভারতীয়রা ফ্রি ফায়ার গেমটিকে সেখানে দেখতে পাবে না। কারণ ফ্রি ফায়ার গেমটিকে ভারত সরকার ব্যান করেছে।
ধাপ – ৩ :
“Enter Player ID” বক্সে নিজেদের নির্দিষ্ট সংখ্যার প্লেয়ার আইডি লিখুন। প্লেয়ার আইডি নির্দিষ্ট গেমের প্রোফাইলে পাওয়া যাবে।
ধাপ – ৪ :
এবার “Select Recharge” অপশন থেকে নির্দিষ্ট সংখ্যার হীরা বা ডায়মন্ড সিলেক্ট করুন। ডায়মন্ড বা হীরার বিভিন্ন গেমের ক্ষেত্রে বিভিন্ন নাম আছে। যেমন – BGMI এর ক্ষেত্রে UC, COD এর ক্ষেত্রে CP, VALORANT এর ক্ষেত্রে VP
ধাপ – ৫ :
তারপর “Select Payment” অপশনে গিয়ে নিজের খুশি মতো যেকোনো একটি পেমেণ্ট অপশন বেছে নিতে হবে। নির্দিষ্ট যেকোনো একটি পেমেন্টের মাধ্যমে টাকা দিতে হবে।
ধাপ – ৬ :
সর্বশেষে “Buy” অপশনে নিজেদের ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেল অ্যাকাউন্টে আপনার পেমেন্টের রশিদ পাঠানো হবে। এটি অপশনাল পয়েন্ট, আপনার ইচ্ছা না থাকলে দিতে হবে না। তারপর সফলভাবে টাকা পেমেণ্ট করার পরে আপনার নির্দিষ্ট গেমিং অ্যাকাউন্টে হীরা বা ডায়মন্ড যোগ করা হবে।
পরিশেষে :
কোডাশপ থেকে গেমিং আইটেম ছাড়া আরও অন্যান্য অনলাইন অ্যাপের আইটেম বা ভাউচার কেনা যায়। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপ হল – টিন্ডার (Tinder), স্টীম (Steam) প্রভৃতি। তাছাড়া কোডাশপে প্রায় সময় বিভিন্ন দারুণ অফার চলে। আপনি তখন কোনো কিছু কিনলে টাকা অনেক কম লাগবে।
কিছু সর্ম্পকিত প্রশ্নাবলী :
প্রশ্ন-১: কোডাশপের মালিক কে ?
উ: নীল ডেভিডসন
প্রশ্ন-২: কোডাশপ কত সালে তৈরী হয়েছিলো ?
উ: ২০১১ সালে
প্রশ্ন-৩: কোডাশপ কি টাকা ফেরত (রিফান্ড) দেয় ?
উ: না কোডাশপ কোনোভাবে টাকা ফেরত দেয় না। তবে সফলভাবে টাকা পেমেন্ট না হলে টাকা কাটবে না।
প্রশ্ন-৪: কোডাশপ কি একটা বিশ্বাসযোগ্য সাইট ?
উ: কোডাশপ হল এশিয়া এবং তার বাইরের দেশের সবথেকে বড়ো এবং বিশ্বাসযোগ্য একটি গেমিং টপ-আপ ওয়েবসাইট।
প্রশ্ন-৫: টপ-আপ ছাড়া কোডাশপে কি আর অতিরিক্ত পয়সা দিতে হয় ?
উ: কোডাশপে শুধুমাত্র টপ-আপ করতে পয়সা লাগে। লগ-ইন করার জন্য কোডাশপ কোনো রকম অতিরিক্ত চার্জ ফি নেয় না।
ভাই আমি কেনডি খাস গেম এর তাকে কি ভাবে টাকার ইনকাম করতে পারি জানাবেন
আপনার প্রশ্নটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আপনি দয়া করে যদি পূনরায় প্রশ্নটি করেন, তাহলে আমি ভালোভাবে উওর দিতে পারব।