গ্যারিনা free fire হল ভারতীয়দের সবথেকে প্রিয় গেম। ভারতে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এটি ভারতের অন্য মোবাইল গেমকে পিছনে ফেলে দিয়েছে। ডাউনলোডের নিরিখে ফ্রি ফায়ার গেম সবার শীর্ষে আছে। ২০২১ সালে অক্টোবর মাসে গেমটি সর্বোচ্চ ডাউনলোডের গন্ডিতে পৌঁছায়। ব্যাটেল রয়েল গেমিং জগতে garena free fire একটি অবিস্মরনীয় নাম।
Garena ফ্রি ফায়ার গেমটি মুক্তি পায় ২০১৭ সালে ২৩শে আগষ্ট। ভারতে গেমটির জনপ্রিয়তা বাড়তে থাকে ২০২০ সাল থেকে। সেই সময় পাবজি মোবাইল নামে একটি ব্যাটেল রয়েল গেম ছিলো। তখন সবথেকে জনপ্রিয় গেম ছিলো pubg মোবাইল। কিন্তু ২০২০ সালে ২রা সেপ্টেম্বর ভারত সরকার পাবজিকে ব্যান করে। পাবজি ব্যান হওয়ার পরে ফ্রি ফায়ার আরো পপুলার হয়। তারপর থেকে ভারতের গেমিং ইন্ডাস্ট্রিতে ফ্রি ফায়ার রাজ করতে থাকে।
পাবজিকে ভুলে গিয়ে গেমাররা ফ্রি ফায়ারকে আপন করে নেয়। ফ্রি ফায়ারের জনপ্রিয়তার জন্য নির্মাতারা গেমটির ম্যাক্স ভেরিয়েন্ট লঞ্চ করে। এরপর ফ্রি ফায়ারকে টেক্কা দিতে bgmi আসে। গেমটির নির্মাতা krafton ফ্রি ফায়ারের বিরুদ্ধে তাদের গেম নকল করার অভিযোগ তোলে। এই ঘটনার কিছুদিন পরে ভারত সরকার ফ্রি ফায়ারকে ব্যান করে। ১৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫৪টি চিনা অ্যাপের সাথে ফ্রি ফায়ারকে ব্যান করা হয়। পাবজি মোবাইলের পর ফ্রি ফায়ার ব্যান ভারতীয় গেমারদের খুব কষ্ট দেয়। কারণ তারা গেমটির সাহায্য ক্যারিয়ার গড়ে অর্থ উপার্জন করত।
ভারতে কেন ফ্রি ফায়ার নিষিদ্ধ করা হল (why free fire banned in india 2022)
ভারতে ফ্রি ফায়ার নিষিদ্ধ হওয়ার অনেক কারণ আছে। প্রথমে বলা হয় ভারতীয়দের জাতীয় নিরাপত্তা। এছাড়া গ্যারিনার সাথে টেনসেন্টের যোগাযোগ। গ্যারিনায় চিনা কোম্পানী টেনসেন্টের ২০% শেয়ার আছে। গ্যারিনা ভারতীয় গেমারদের ডেটা চিনের সার্ভারে প্রেরণ করত। এরফলে ভারতীয়দের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং শৃঙ্খলা নষ্ট হয়। তাই ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে।
গ্যারিনা ফ্রি ফায়ারের বিকল্প (garena free fire alternative)
গ্যারিনা ফ্রি ফায়ারের মতো অনেক ব্যাটেল রয়েল গেম আছে। কিন্তু রোমাঞ্চকর মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম হল ফ্রি ফায়ার। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সমৃদ্ধ গেম। গেমটির অন্যতম আকর্ষণ হল ফ্রি রিডিম কোড। নির্মাতারা গেমারদের প্রতিদিন ফ্রিতে কিছু রিডিম কোড দেয়। এই কোডগুলিকে বলা হয় রিডিম কোড। এর সাহায্য প্লেয়াররা কিছু পুরস্কার অর্জন করতে পারে। তাই অন্য ব্যাটেল রয়েল গেমের থেকে ফ্রি ফায়ার সবার আগে।
ফ্রি ফায়ারের কিছু বিকল্প গেম (alternative games of free fire)
জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার গেম হল ফ্রি ফায়ার। এই গেমের কিছু ভালো বিকল্প গেম আছে। ফ্রি ফায়ার ব্যান হলেও তার জনপ্রিয় কিছু বিকল্প গেম হল –
ফ্রি ফায়ার ম্যাক্স (free fire max)
সম্প্রতি ভারত সরকার গ্যারিনার ফ্রি ফায়ারকে নিষিদ্ধ করেছে। কিন্তু গেমটির ক্লোন অ্যাপ ফ্রি ফায়ার ম্যাক্সকে নিষিদ্ধ করেনি। এটিও একটি আডভেঞ্চার সমৃদ্ধ ব্যাটেল রয়েল গেম। ভারতে এই গেমটি গুগেল প্লে-স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ আছে। ফ্রি ফায়ার ম্যাক্স হল ফ্রি ফায়ারের উন্নত গ্রাফিক্স সংস্করণ। মূলত প্রিমিয়াম গেমপ্লের জন্য এটি ডিজাইন করা হয়েছে। গেমটি প্লে-স্টোর থেকে ১০০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড করা হয়েছে।
ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি তৈরী করেছে ১১১ ডটস ষ্টুডিও। ফ্রি ফায়ারের মতো এই গেমে ৫০ জন প্লেয়ার ১০ মিনিট রাউন্ড করে খেলতে পারে। এছাড়া গেমটিতে HD গ্রাফিক্সের মসৃণ গেমপ্লে উপভোগ করা যাবে। এই গেমেও নির্মাতারা কিছু নিউমেরিক কোড দেয়। এই কোডগুলিকে বলা হয় রিডিম কোড। রিডিম কোডগুলির সাহায্য প্লেয়াররা ফ্রিতে কিছু পুরস্কার পায়। এই পুরস্কারগুলি হল স্কিনস, পোশাক, উইপেন্স, ডায়মন্ডস প্রভৃতি। সুতরাং, বলা যায় ফ্রি ফায়ার ম্যাক্স হল ফ্রি ফায়ারের সবথেকে ভালো বিকল্প।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
ফ্রি ফায়ারের অভিজ্ঞতা দেবে | আধুনিক ও উন্নতমানের অস্ত্রের ঘাটতি |
লো এন্ড ডিভাইসে ভালোভাবে খেলা যায় | গেমটির ফাইলের সাইজ বেশী |
গেমটিতে বড়ো মানচিত্র আছে এবং প্রতিটি চরিত্রের দক্ষতা আছে | ভবিষৎে ব্যান হতে পারে |
গ্যারিনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (battlegrounds mobile india)
ম্যাক্সের পরে আরেকটি বিকল্প ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। bgmi – এর অপর নাম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। ফ্রি ফায়ারের মতো এটিও একটি জনপ্রিয় গেম। পাবজি মোবাইলের অনুকরণে এই গেমটি তৈরী করা হয়েছে। ভারতে ফ্রি ফায়ারকে টেক্কা দিতে krafton এটি তৈরী করে। লঞ্চ হওয়ার পর থেকে গেমটি রাতারাতি পপুলার হয়।
গেমটিকে গুগেল প্লে-স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ইতিমধ্যে গেমটিকে প্লে-স্টোর থেকে ৫০ মিলিয়নেরও বেশী ডাউনলোড করা হয়েছে।
পাবজি মোবাইলের মতো bgmi একটি উন্নত গ্রাফ্রিক্সের গেম। এই গেমে টিম ডেথম্যাচ, একক মোড, ডাবল স্কোয়াড এবং র্যাঙ্কিং মোড আছে। প্লেয়াররা ক্লাসিক, আর্কেড, এরিনার মতো মোডগুলিও উপভোগ করতে পারে। পাবজির মতো এখানেও বিভিন্ন ইভেন্ট হয়।
bgmi গেমটি কেবল ভারতীয় গেমারদের জন্য তৈরী হয়েছে। তাই এখানে বিদেশী প্লেয়ার নেই। গেমটি শুধুমাত্র ভারতীয় গেমারদের মধ্যে সীমাবদ্ধ। বিজিএমআই খেলতে বিদেশী প্লেয়াদের ভিপিএন লাগবে। তাই ভারতীয়রা বিদেশী প্লেয়াদের সাথে টিম তৈরী করতে পারবে না।ক্র্যাফটনের তৈরী bgmi পাবজির থেকেও উন্নত গ্রাফিক্সের একটি গেম।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
উন্নতমানের মসৃণ গ্রাফিক্স যুক্ত গেম | গেমটির সাইজ বেশী হওয়ায় নিম্মমানের ডিভাইসে অসুবিধা হতে পারে। |
সহজে নিয়ন্ত্রণ করা যায় | ভারতীয় ছাড়া বিদেশী প্লেয়ারদের পাওয়া যাবে না |
একসাথে বিভিন্ন ফিচারসের প্রচুর গেমিং মোড আছে | অ্যান্টিচিট সিস্টেম খুব ভালো কার্যকরী নয় |
উচ্চমানের মানচিত্রের সেরা ফ্রি ফায়ার বিকল্প |
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ব্যাটেলল্যান্ডস রয়েল (battlelands royale)
এই গেমটিকে বলা হয় ফ্রি ফায়ারের মিনি সংস্করণ। কারণ এই গেমের চরিত্রগুলি ফ্রি ফায়ার চরিত্রের ছোটো আকার। গেমটিতে ম্যাচগুলি প্রায় ৩ থেকে ৫ মিনিট স্থায়ী হয়।
প্লেয়াররা তাদের শত্রুদের পরাজিত করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। গেমে শত্রুদের খতম করতে বাজুকা, মিনিগান ইত্যাদি অস্ত্র ব্যবহার করা হয়।
অন্য ব্যাটেল রয়েল গেমের মতো গেমটির উন্নত গেমপ্লে আছে। ম্যাচে প্রবেশ করার পর খেলোয়াড়রা নিজেদের অবস্থান বেছে নেয়। অন্যান্য প্লেয়ারদের সাথে টিম গঠন করতে পারে। ম্যাচের শুরুতে প্লেয়াদের একটা মানচিত্র নির্ণয় করতে হয়। মানচিত্রে ঢোকার পরে তারা নিজের জায়গা ঠিক করে। অস্ত্র বাছাই করতে তাদের হাতে কয়েক সেকেন্ড সময় থাকে।
গেমে প্লেয়াররা অস্ত্র, গোলাবারুদ, মেডিপ্যাকেট লুট করতে পারে। স্বাস্থ্যর প্যাকগুলি ছাড়া ব্যান্ডেজ পাওয়া যাবে। প্লেয়ার অসুস্থ হলে তাড়াতাড়ি উপশম পাবে।
ব্যাটেলল্যান্ডস রয়েল গেমটি ফ্রি ফায়ারের ছোটো বিকল্প। তবে গেমটি পুরোপুরি ভাবে মাল্টিপ্লেয়ার ব্যাটেল গেম।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
উন্নতমানের মসৃণ গেমপ্লে উপভোগ করতে পারবেন | প্লে স্টোরে উপলব্ধ নয় |
গেমপ্লের পরিসর ছোটো মাল্টিপ্লেয়ার মোডের জন্য | মাল্টিপ্লেয়ার গেমের সব মোড নেই |
ব্যাটেলল্যান্ডস রয়েল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
পাবজি নিউ স্টেট (pubg new state)
পাবজি নিউ স্টেট হল পাবজি সিরিজের একটি গেম। পাবজি মোবাইল ২০২০ সালে ২রা সেপ্টেম্বর ভারতে ব্যান হয়েছিলো। ভারত সরকার জাতীয় সুরক্ষার স্বার্থে এটিকে ব্যান করে।
দক্ষিণ কোরিয়া কোম্পানি krafton পাবজি নিউ স্টেট গেমটি তৈরি করে। এই কোম্পানিটি আগে টেনসেন্ট নামে পাবজি মোবাইল গেমটি তৈরি করেছিলো।
পাবজি নিউ স্টেট একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। ফ্রি ফায়ারের মতো গেমটিতে একটি যুদ্ধক্ষেত্র আছে। এই গেমটিতে বিশেষ একটি ম্যাপ আছে। ম্যাপটিতে ট্রোই নামে একটি ভবিষতের শহর আছে।
এই মাল্টিপ্লেয়ার গেমটিতে গ্যারিনার মতো ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এছাড়া গেমটিতে উন্নত অস্ত্র, নতুন মানচিত্র,স্কিন,যানবাহন প্রভৃতি আছে।
গেমটিতে একটি রিসাপ্লাই ড্রোন পাওয়া যাবে। এটির সাহায্য দ্রুত আইটেম পাঠানো যাবে। স্কোয়াডে থাকাকালীন আপনি এটির সাহায্য নিশ্চিত করতে পারবেন বেঁচে আছন কিনা।
তাছাড়া যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ক্ষতির হাত থেকে এই ড্রোন আপনাকে রক্ষা করবে।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
হাই-এন্ড গ্রাফিক্স এবং একাধিক গেম মোড আছে | উন্নতমানের হাই কোয়ালিটির ফোনের প্রয়োজন |
UI, লবি এবং প্রত্যেক চরিত্রের নতুন লুক আছে | পাবজি মোবাইলের অ্যাকাউন্ট দিয়ে পাবজি নিউ স্টেট খেলা যাবে না |
উন্নত ফিচারের দুটি নতুন ম্যাপ troi এবং erangel 2051 | আপনার স্মার্টফোনের গ্রাফিক্স পাওয়ারের চাহিদা বেশি থাকতে হবে |
হ্যাচেট, রেঞ্চ এবং বেলচা সমেত একগুচ্ছ নতুন অস্ত্রসামগ্রী |
পাবজি নিউ স্টেট গেমটি ডাউনলোড করুন – অ্যান্ডয়েড এবং আইওএস
কল অফ ডিউটি : মোবাইল (call of duty : mobile)
কল অফ ডিউটি একটি ফ্রি ফায়ারের চিরপ্রতিদ্বন্দ্বী গেম। এই গেমটি লঞ্চ হয়েছিলো ১লা অক্টোবর ২০১৯ সালে। এটি একটি ফ্রি টু প্লে শুটিং গেম। ইতিমধ্যে ফ্রি ফায়ারের বিকল্প হিসাবে গেমটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
এই মোবাইল গেমটি কল অফ ডিউটি গেমিং সিরিজের অংশ। গেমটি লঞ্চ হওয়ার পর থেকে মোবাইল গেমিং জগতে আলোড়ন সৃষ্টি করে।
গেমটি প্লেস্টোরে ৪.২ রেটিং নিয়ে ১০০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড করা হয়েছে। গেমটি এখনো পর্যন্ত ৪৮০ মার্কিন ডলারেরও বেশী আয় করেছে।
এই গেমটি বিশ্বের সেরা মাল্টিপ্লেয়ার গেমগুলির মধ্যে একটি। গেমটিতে একসাথে ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে। অন্য ব্যাটেল রয়েল গেমের তুলনায় এটি কন্ট্রোল করা মুশকিল।
গেমটি ওপেন করার সাথে সাথে একটি চমৎকার সাউন্ডট্র্যাক চালু হবে। গেমটির অডিও উপভোগ করতে হেডফোন বা স্টেরিও স্পিকার লাগবে।
গেমটি ল্যাকহীনভাবে খেলার জন্য ভালো ইন্টারনেট সংযোগ লাগবে। কল অফ ডিউটি মোবাইল গেমটি একাধিক মোডের সমাহার। এই গেমে মাল্টিপ্লেয়ার মোড থাকায় অন্য প্লেয়ারদের সাথে অনলাইনে প্রতিযোগিতা করা যায়।
বিভিন্ন PVP মোড সহ গেমটিতে একটি যুদ্ধ রয়্যাল মোড আছে। এছাড়া নতুন গেম মোড, অস্ত্র, নতুন মানচিত্র, থিম ইভেন্ট এবং পুরস্কার পাওয়া যাবে।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
উন্নত গ্রাফিক্সের সাথে বড়ো এবং আর্কষণীয় মানচিত্র | লো মানের ইন্টারনেট কানেকশনে চলবে না |
একাধিক মোডের সাথে উন্নত গেমপ্লে | অন্য গেমের তুলনায় ম্যাচ কন্ট্রোল করা একটু কঠিন |
কুইক রেসপন্স টিম স্কোয়াড | কোনো কোনো সময় প্রযুক্তিগত সমস্যা তৈরি হয় |
কল অফ ডিউটি : মোবাইল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ফোর্টনাইট (fortnite)
ব্যাটেল রয়েল গেম হিসাবে ফোর্টনাইট একটি গুরুত্বপূর্ণ গেম। ফ্রি ফায়ারের বিকল্প হিসাবে এটি সেরা গেমগুলির মধ্যে একটি। ফোর্টনাইট একটি অনলাইন ভিডিও গেম। গেমটি লঞ্চ করে ২০১৭ সালে ২১শে জুলাই। এরিক হোলমেস গেমটি ডিজাইন করে। এই ব্যাটেল রয়েল গেমটি তৈরি করা হয়েছে এপিক গেমসের দ্বারা।
গেমটি লঞ্চ হওয়ার পর থেকে দারুণ জনপ্রিয় হয়। সেজন্য এপিক গেমস ২০১৮ সালে গেমটির মোবাইল ভার্সন লঞ্চ করে।
ফ্রি ফায়ারের মতো গেমটি জনপ্রিয় হলেও এর কিছু সমস্যা আছে। ফোর্টনাইটের কিছু ত্রুটির জন্য এটি টপ ১০০ গেমের লিস্ট ধরা হয় না। তাই গেমটির জনপ্রিয়তা ধীরে ধীরে লোপ পাচ্ছে।
গেমটির প্রধান সমস্যা হল এর ইনস্টলেশন প্রক্রিয়া। কারণ গেমটিকে ইনস্টল করা খুব সহজ নয়। অ্যাপেল এবং গুগেলের সাথে আইনি লড়াইয়ের জন্য এটি প্লেস্টোর ও অ্যাপ স্টোরে উপলব্ধ নয়।
অ্যান্ড্রয়েড ইউজাররা samsung ফোনের গ্যালাক্সি স্টোর থেকে গেমটি ডাউনলোড করতে পারে। কিন্তু আইফোন ইউজারদের গেমটি খেলার জন্য ক্লাউড গেমিং জির্ফোস নাও – এর ওপর নির্ভর করতে হবে।
গেমটিতে চারটি প্রাথমিক মোড ছাড়াও একাধিক গেমিং মোড আছে। গেমটির নতুন ব্যাটেল রয়েল মোডে প্লেয়াররা অন্য টিম স্কোয়াডের সাথে ম্যাচ খেলতে পারে।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
দ্রুত ম্যাচে প্রবেশ করা যায় | গুগেল প্লেস্টোর বা অ্যাপ স্টোরে পাওয়া যাবে না |
উন্নত গ্রাফিক্সের সাথে নিয়মিত আপডেট পাওয়া যাবে | গেমটির সাইজ বেশি হওয়ায় ইনস্টল হতে বেশি সময় লাগে |
ফোর্টনাইট গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ইনফিনিটি অপ্স (infinity ops)
ইনফিনিটি অপ্স একটি অনলাইন ফ্রি টু প্লে শুটার গেম। ফ্রি ফায়ারের মতো এটি একটি মজাদার অ্যাকশন গেম। এই গেমটিকে ফ্রি ফায়ারের বিকল্প হিসাবে ভাবা যায়। কারণ এখানে যুদ্ধক্ষেত্রে প্রবেশের পর একজন বিজেতা হয়।
গেমটির গেমপ্লে প্রো গেমারদের জন্য আদর্শ এবং নিয়ন্ত্রণ করাও খুব সহজ। গেমটির ইন গেম মাল্টিপ্লেয়ার বৈশিষ্টটি অসাধারণ। এর সাহায্য নতুন প্লেয়ারদের সাথে দেখা করে টিমমেট গঠন করা যায়।
গেমটিতে একাধিক উন্নত গেমিং মোড আছে। গেমিং মোডগুলি হল ইনফিনিটি অপ্স, রিকরুট সাবোটুর, অ্যাসল্ট এবং ট্যাঙ্ক মোড প্রভৃতি। এছাড়াও মাল্টিপ্লেয়ার মোডে আপনি নিজের স্কোয়াড তৈরি করে খেলতে পারেন।
গেমটি প্লেস্টোর এবং অ্যাপ স্টোরে উপলব্ধ। গুগেল প্লে স্টোরে গেমটি ৪.৩ রেটিং নিয়ে ১০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড করা হয়েছে।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
সর্ম্পূণ অ্যাকশন নির্ভর গেম | গেমটির sfx খুব একটা ভালো না |
অনেক গেম মোড আছে |
ইনফিনিটি অপ্স গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
স্কারফল (scarfall : the royale combat)
Scarfall : The Royale Combat হল একটি পপুলার অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। এই গেমটি ভারতে তৈরি করা হয়েছে। ভারতের সুরাটের XSQUADS টেক প্রাইভেট লিমিটেডের দ্বারা এটি তৈরি করা হয়েছে।
স্কারফল গেমটি লঞ্চ করে ২৫ অক্টোবর ২০১৯ সালে। গেমটির লক্ষ্য হল একটি কমিউনিটি তৈরি করা। এরা একে অপরকে বেশি স্কোর করতে সাহায্য করবে।
গেমে টিকে থাকার জন্য প্লেয়ারদের সেরা লড়াই করতে হবে। ফ্রি ফায়ারের মতো একটি দ্বীপে প্লেয়াররা একসাথে ৫০ জন লড়তে পারে। ম্যাচ শেষে কেবল একজন বিজয়ী হয়।
প্লেয়াররা গেমটিতে সোনা অর্জন করে অস্ত্র এবং সরঞ্জাম সংগ্রহ করতে পারে। স্কারফল গেমটি অ্যান্ড্রয়েড এবং pc উভয়ের জন্য উপলবদ্ধ।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
বাস্তবসম্মত 3D গ্রাফিক্স এবং উন্নত অ্যানিমেশান দিয়ে ডিজাইন করা হয়েছে | শত্রুর লোকেশন দেখা যায় না |
বিভিন্ন আধুনিক উন্নত মানের অস্ত্র পাওয়া যায় | চরিত্রগুলি উন্নতমানের নয় |
একাধিক গেম মোডের সাথে tps এবং fps ডেথম্যাচ মোড আছে | 3D গ্রাফিক্স হলেও খুব বেশী আকর্ষণীয় নয় |
লো-এন্ড ফোনে ভালোভাবে খেলা যায় |
স্কারফল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ফারলাইট (Farlight 84)
ফারলাইট ৮৪ ফ্রি ফায়ারের সেরা বিকল্প গেমগুলির মধ্যে একটি। এটি সবথেকে ভালো ফ্রি টু প্লে শুটার গেম। গেমটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম। এই গেমে প্রত্যেক দলে একসাথে দুজন বা চারজন খেলতে পারে।
গেমটিতে বিভিন্ন বৈশিষ্ট্যর সাথে একাধিক যানবাহন আছে। গেমটিতে বেশি পয়েন্ট অর্জন করলে আপনার টিমের পারফর্মেন্স ভালো হবে। অস্ত্র আপডেট করতে এই পয়েন্টগুলি ব্যবহার করা হয়। তাছাড়া health এবং armor বৃদ্ধি করতেও এই পয়েন্টগুলি ব্যবহার করা হয়।
এই গেমে chaotic pvp নামে একটি বিশেষ মোড আছে। এর সাহায্য ৪৮ জন প্লেয়ার একসাথে গেমটি খেলতে পারে। গেমটিতে একটি রহস্যময় ক্র্যাবি আছে। এর সাহায্য আপনি ম্যাপ থেকে গায়েব হতে পারেন।
ফারলাইট গেমটিতে বিভিন্ন অস্ত্র পাওয়া যায়। তারমধ্যে স্টেলার উইন্ড এবং স্টর্ম রাইফেল অন্যতম। স্টেলার উইন্ড দিয়ে যুদ্ধের সময় শিল্ড (shield) তৈরি করা যায়। যা আত্নরক্ষায় কাজে লাগে। স্টর্ম রাইফেল দিয়ে যুদ্ধের সময় শত্রুর ড্রোন ধ্বংস করা যায়।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
জেটপ্যাকের সাথে উন্নত গেমপ্লে | মোবাইলের ব্যাটারি একটু তাড়াতাড়ি শেষ হয় |
উন্নতমানের এবং হাই কোয়ালিটির গ্রাফিক্স | গেমটির আপডেটের হার কম |
নতুন নতুন চরিত্র পাওয়া যায় | খেলার সময় মাঝেমধ্যে restart হতে পারে |
শক্তিশালী মেশিন গান পাওয়া যায় |
ফারলাইট গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
হিরো হান্টার্স (Hero Hunters)
অনলাইন মাল্টিপ্লেয়ার গেম হিসাবে পরিচিত এই গেমটি। গেমটির নাম অনেকের কাছে নতুন। কিন্তু এটি ফ্রি ফায়ারের বিকল্প হতে পারে। হিরো হান্টার্স গেমের কিছু বেসিক নিয়ম আছে। বেসিক নিয়মগুলি খুবই সহজ।
এইগুলির মাধ্যেমে বোঝা যাবে আপনি কিভাবে খেলবেন। কিভাবে শত্রুদের ওপর আক্রমণ করবেন এবং নিজের দক্ষতা প্রয়োগ করবেন।
বিভিন্ন শত্রুর ধরণ বিভিন্ন হয়। শত্রুর ধরণের ওপর ভিত্তি করে আপনি আক্রমণ করতে পারেন। ফলে গেমে আপনার শক্তি কন্ট্রোলে থাকবে। তাছাড়া শক্তি হ্রাস পেলে পুনরায় আবার তা বৃদ্ধি করা যাবে।
হিরো হাণ্টার্সে প্রতিটি মিশন সর্ম্পূণ করলে ফ্রিতে সোনা পাওয়া যাবে। গেমে কখন চরিত্রগুলিকে আপগ্রেড এবং টাকা খরচ করতে তা আগে থেকে বুঝতে পারবেন।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
গেমটির সাইজ (১৩৪ এমবি) কম হওয়ায় ডাউনলোড করার সুবিধা | যুদ্ধের ভ্যারিয়েশন খুব কম |
লো এবং হাই উভয় কোয়ালিটির ডিভাইসে ভালোভাবে খেলা যায় | একাধিক সংখ্যক ম্যাপ নেই |
প্রতিটি হিরো অর্থাৎ চরিত্রের নিজস্ব বন্দুক এবং ক্ষমতা আছে | গ্রাফিক্স উন্নতমানের নয় |
হিরো হান্টার্স গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
পড়ে দেখুন – Garena Free Fire ব্যান হওয়ার আসল কারণ অবশেষে জানা গেলো
পড়ে দেখুন – সত্যি শীঘ্রই bgmi lite এই নতুন বছরে কোনো তারিখে আসতে পারে
রুলস অফ সারভাইভাল (Rules of Survival)
রুলস অফ সারভাইভাল একটি অন্যতম ব্যাটেল রয়েল গেম। ফ্রি ফায়ারের মতো এটিও একটি অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম। গেমটি তৈরি করে হংকঙের নেটইস লিমিটেড। প্রথমে ২০১৭ সালে গেমটির বিটা ভার্সন লঞ্চ করা হয়। এরপরে ২০১৮ সালের অক্টোবর মাসে গেমটির মেন ভার্সন লঞ্চ করা হয়। সেই সময় গেমটির সারাবিশ্বে ২৩০ মিলিয়ন ইউজার ছিলো।
ফ্রি ফায়ারের মতো এই গেমটিতেও বিভিন্ন পুরস্কার পাওয়া যায়। এই গেমটিতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এর সাহায্য আপনি সহজে এই গেমে সফল হতে পারবেন। বৈশিষ্ট্যটি হল Traceroute।
এর সাহায্য পিসি এবং গেমের সার্ভারের মধ্যে সমস্ত সংযোগ দেখা যাবে। এটির মাধ্যেমে কোন সংযোগ পয়েন্ট সবথেকে দ্রুত এবং নির্ভরযোগ্য তার একটি ধারণা পাওয়া যায়।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
মসৃণ গেমপ্লে আছে | গেমটি কন্ট্রোল খুব বাজে |
অস্ত্রগুলির মধ্যে আছে শক্তিশালী অ্যাসল্ট রাইফেল এবং এসএমজি | গ্রাফিক্স উন্নতমানের নয় |
খুব বড়ো মানচিত্র আছে | অ্যানিমেশান ভালো নয় |
সহজে সব জায়গায় যানবাহন পাওয়া যায় | মাঝেমধ্যে গেমটি crash হয়ে যায় |
রুলস অফ সারভাইভাল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
মডার্ন অপ্স (Modern Ops)
মডার্ন অপ্স একটি মাল্টিপ্লেয়ার শুটিং গেম। ফ্রি ফায়ারের মতো এটিও একটি মাল্টিপ্লেয়ার গেম। এই গেমটি নিয়ন্ত্রণ করা সহজ।
গেমটিতে একাধিক গেমিং মোড আছে। প্রো লেভেল প্লেয়ারদের জন্য গেমে একটি বিশেষ ব্যবস্থা আছে। গেমে প্রতিটি টিমে ১০জন করে প্লেয়ার খেলতে পারে। তাছাড়া ১০জনের বেশি প্লেয়ার নিয়ে গেমে একটি সেনাবাহিনী তৈরি করা যায়।
যদি কোনো টিম খুব শক্তিশালী হয় তাহলে তারা লিগ ম্যাচ খেলতে পারে। ম্যাচের সেরা হলে আপনি বা আপনার টিম সবার উপরে থাকবে। ম্যাচে কিছু পুরস্কার আনলক করতে একটি নির্দিষ্ট সংখ্যার মিশন সর্ম্পূণ করতে হবে।
এখানে আপনি সোনা অর্জনের সাথে বিভিন্ন অস্ত্র আনলক করতে পারেন। আনলক করা অস্ত্রগুলি বিক্রি করে টাকা উপার্জন করা যায়। এইভাবে অস্ত্রগুলি আপগ্রেড করা যায়।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
মোটামুটি মসৃণ গেমপ্লে | গ্রাফিক্স উন্নতমানের নয় |
ভিন্ন রকমের মানচিত্র এবং অস্ত্র পাওয়া যায় | অ্যানিমেশান খুব ভালো নয় |
একসাথে ৫ জন নিয়ে টিম করে খেলা যায় | মাঝেমধ্যে ল্যাক হতে পারে। ল্যাক হলে রিভাইসটি রিবুট করতে হবে বা ল্যাগ রিমুভার ইনস্টল করতে হবে। |
মর্ডান অপ্স গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
জুম্বস রয়েল (ZombsRoyale.Io)
জুম্বস রয়েল হল একটি পপুলার 2D ব্যাটেল রয়েল জম্বি গেম। এই গেমে প্রতিটি ম্যাচে ১০০ জন পর্যন্ত প্লেয়ার আছে। গেমটি তৈরি করা হয়েছে ২০১৮ সালে। এই গেমটি ডেভেলপ করেছে আমেরিকার এন্ডগেম ষ্টুডিও।
গেমটি প্লে করা যাবে অ্যান্ড্রয়েডে, আইওএসে এবং ওয়েব ব্রাউজারে। এটি ব্যাটেল রয়েল গেমিং সিরিজের অন্যতম একটি গেম। গেমের মোডগুলি মধ্যে জম্বি মোডও আছে। জম্বি অবস্থায় মৃতগুলির তরঙ্গ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে।
জম্বি রয়েলে বাঁচতে হলে আপনাকে মরে যাওয়া যাবে না। এখানে অস্ত্র আপগ্রেডের সাথে নিজের চরিত্রকেও আপগ্রেড করা যাবে।
এই গেমে অন্যান্য মাল্টিপ্লেয়ার মোডগুলি হল উইপেন রেস, ৫০বনাম৫০, ক্রিসটাল ক্লাস প্রভৃতি। সুতরাং এই 2D গেমটি ফ্রি ফায়ারের দারুণ বিকল্প।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
অনেক গেমিং মোড আছে | গেমটির সার্ভার ভালো নয় |
১০০০ টি নতুন চরিত্র | গ্রাফিক্স উন্নতমানের হয় না |
প্রতিদিন নতুন নতুন রিওয়ার্ড পাওয়া যায় | অ্যানিমেশান উন্নত নয় |
নতুন বন্ধুদের সাথে টিম গঠন করা যায় | গেমটি ল্যাক করে মাঝেমধ্যে |
জুম্বস রয়েল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
নাইভস আউট (Knives Out)
ফ্রি ফায়ারের উন্নত বিকল্পগুলির মধ্যে নাইভস আউট একটি অনবদ্য গেম। এটিও একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম। গেমটি প্লে-স্টোর থেকে ৪.৪ রেটিং নিয়ে ১০ মিলিয়নের বেশীবার ডাউনলোড হয়েছে।
এই গেমটি তৈরি করেছে নেটইস গেমস। গেমটির সাইজ ৮৬ এমবি। ২৫ মার্চ ২০২২ এ গেমটিতে নতুন আপডেট এসেছে। এখানে একসাথে ৫০ জন প্লেয়ার খেলতে পারে।
নাইভস আউট গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
পিক্সেল আননোন ব্যাটেল গ্রাউন্ড (Pixel’s Unknown Battle Ground)
এই গেমটি একটি অনলাইন অ্যান্ড্রয়েড গেম। গেমটি pubg এবং ফ্রি ফায়ারের অনুরুপ ব্যাটেল রয়েল গেম। এটি একটি ফ্রি টু প্লে মাল্টিপ্লেয়ার গেমের মতো। গেমটি কন্ট্রোল করা খুব সহজ।
গেমটিতে ৩০ টিরও অধিক অস্ত্র সরঞ্জাম রয়েছে। এই অস্ত্রগুলিকে বিভিন্ন স্কিন দিয়ে আপগ্রেড করা যায়। গেমের মধ্যে বিভিন্ন সামরিক যানবাহন আছে।
এই অ্যাকশন গেমটিতে একাধিক গেমিং মোড আছে। এদের মধ্যে অটো শুট মোডটি খুব ব্যবহারযোগ্য। এর সাহায্য প্লেয়ারদের ওপর ফোকাস করে ধ্বংস করা যায়। এই পিক্সেল আননোন ব্যাটেল গ্রাউন্ড গেমটি অবশ্যই বাচ্চাদের জন্য খুব ভালো একটি অ্যাকশন গেম।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
এই গেমটির পিক্সেল ডিজাইন করা আছে | এটি প্রাপ্তবয়স্কের জন্য উপযুক্ত গেম নয় |
বাচ্চাদের জন্য সেরা মাল্টিপ্লেয়ার ব্যাটেল গেম | গেমপ্লে খুব উন্নত নয় |
গেমটির গ্রাফিক্স মোটামুটি মানের |
পিক্সেল আননোন গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
মাস্কগান (MaskGun)
মাস্কগান একটি অনলাইন মাল্টিপ্লেয়ার শুটিং গেম। এটি একটি 3D FPS কোয়ালিটির গেম। ফ্রি ফায়ারের ভালো বিকল্পগুলির মধ্যে এটি অন্যতম। এই গেমটি তৈরি করেছে সুপার গেমিং সংস্থা। সুপার গেমিং একটি ইন্ডিয়া বেস কোম্পানী। এটি পুনেতে অবস্থিত।
এই মাল্টিপ্লেয়ার গেমটিতে ৪০টির বেশি অস্ত্র, বিভিন্ন মানচিত্র, নতুন চরিত্র, সিঙ্গেল মোড এবং মাল্টিপ্লেয়ার মোড আছে। এছাড়া গেমটিতে রাম্বল, টিম ডেথম্যাচ, কন্ট্রোল পয়েণ্ট এবং একটি MOD আছে।
মাস্কগান গেমটি মিড-রেঞ্জ কোয়ালিটির ফোনে ভালোভাবে রান করে। গেমটির সাইজ মাত্র ১৫৫ এমবি। গেমটিতে মোট ৯টি ম্যাপ আছে।গেমে নিজের টিম গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়। এখানে অর্থ জেতার জন্য বিশ্বের বিভিন্ন প্লেয়ারদের সাথে লড়াই করতে হবে।
এই গেমে একটি ফ্রি টু প্লে গেমিং মোডও আছে। এর সাহায্য কোনো শক্তি প্রয়োগ না করে অনায়সে গেম খেলতে পারেন।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
লাইটওয়েট হওয়ায় যেকোনো ধরনের ফোনে খেলা যায় | অন্য মাল্টিপ্লেয়ার গেমের তুলনায় গ্রাফিক্স নিম্মমানের |
একাধিক ভিন্ন ফিচারের গেমিং মোড আছে | একাধিক কোয়ালিটি মানের অস্ত্র পাওয়া যায় না |
FPS দিক থেকে আদর্শ একটি গেম |
মাস্কগান গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
জুবা (Zooba)
জুবা অন্যান্য ব্যাটেল রয়েল গেমের থেকে আলাদা। এই গেমে প্রত্যেকটি চরিত্র এক একটি প্রাণী। গেমটিতে ৪৫ জনেরও বেশী প্লেয়ার আছে। এছাড়া গেমটিতে বিভিন্ন বৈশিষ্ট্যর সাথে ২০টিরও বেশী চরিত্র আছে।
গেমের এই চরিত্রগুলিকে আপগ্রেড করা যায়। তাছাড়া নিজের চরিত্রকে শক্তিশালী করতে গেমের ইন-গেম আইটেমগুলিকে আনলক করতে হবে।
জটিল ব্যাটেল রয়েল গেমগুলির বিপরীতে এই গেমটি অনেক সরল। সুতরাং ফ্রি ফায়ারের একটি ভালো বিকল্প হিসাবে অবশ্যই গেমটি খেলা প্রয়োজন।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
এই গেমের গ্রাফিক্স মসৃণ | গেমটি বড়োদের ভালো লাগবে না |
প্রতিটি যুদ্ধে ইউনিক গেমপ্লে দেখা যায় | অনেকের কাছে গেমটি কার্টুন লাগবে। |
গেমে একসাথে অনেক চরিত্র দেখা যায় |
জুবা গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ফৌজি (FAUG)
ফৌজি গেমটির পুরো নাম ফিয়ারলেস এন্ড ইউনাইটেড গাডর্স। এটি একটি অনলাইন ব্যাটেল রয়েল গেম। ফ্রি ফায়ারের মতো এটিও একটি মাল্টিপ্লেয়ার গেম।
FAUG গেমটি তৈরি করা হয়েছে ২৬ জানুয়ারি ২০২১ সালে। গেমটি ডেভেলপ করেছে ভারতের ncore ষ্টুডিও প্রাইভেট লিমিটেড। গেমটি সর্ম্পূণভাবে ভারতে তৈরি করা গেম। গেমটি ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয়েছে।
বর্ডারে ভারতীয় সেনাবাহিনীদের জীবনের দৃশ্য গেমে ফুটে উঠেছে। এই গেমের গেমপ্লের বারবার পুনরাবৃত্তি ঘটে। গেমটিকে বেশি আপডেট না করার কারণে বেশি মানচিত্র পাওয়া যায় না।
গেমপ্লে উন্নত করার লক্ষ্যে গেমটিতে টিম ডেথম্যাচ মোডটি চালু করা হয়। ব্যাটেল রয়েল গেমের তালিকায় ফৌজিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। কারণ গেমটি অন্যান্য ব্যাটেল রয়েল গেমের মতো উন্নতমানের নয়। এছাড়া গেমটিতে কোনো ব্যাটেল রয়েল মোড নেই।
ফৌজি গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
ফোগ (FOG)
FOG একটি ব্যাটেল রয়েল অ্যাকশন গেম। গেমটি ফ্রি ফায়ারের মতো একটি মাল্টিপ্লেয়ার গেম। গেমটির সাইজ ৯৬ এমবি। প্লে-স্টোরে ৪.২ রেটিং নিয়ে ওয়ান মিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
ফোজ গেমটি ডেভেলপ করে রাশিয়ার প্লেনেটা লিমিটেড। গেমটিতে মোবা এবং আরপিজির উপাদানগুলিকে একসাথে মিশ্রিত করা হয়েছে। বিশ্বের ফ্যান্টাসি গেমগুলির মধ্যে এটি অনবদ্য একটি গেম।
এই গেমে শত্রুদের ক্ষতম করার জন্য প্লেয়ারদের ঘন কুয়াশার মধ্যে বেঁচে থাকতে হয়। নইলে প্লেয়াররা যুদ্ধে জয়লাভ করতে পারে না। অন্য ব্যাটেল রয়েল গেমের মতো এই গেমেও বিভিন্ন অস্ত্র আছে। শত্রুকে পরাজিত করতে বর্শা, তলোয়ার ও ধনুকের মতো অস্ত্র আছে।
ফোগ গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
সিলি রয়্যাল (Silly Royale)
সিলি রয়্যাল একটি মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম। এটি একটি ফ্রি ফায়ারের অনুরুপ গেম। গেমটির সাইজ মাত্র ৮৭ এমবি। প্লে-স্টোরে ৪.৩ রেটিং নিয়ে ১০০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড করা হয়েছে।
এই গেমটি তৈরি করেছে সুপার গেমিং। এটি একটি ভারতীয় গেমিং কোম্পানী। এই কোম্পানির আরও একাধিক গেম আছে। সিলি রয়েলে স্কুইড গেম মোড আছে।
গেমটির স্কুইড গেমিং মোড নেটফ্লিক্সের পপুলার স্কুইড গেমশো থেকে নেওয়া হয়েছে। এই শোতে রেড লাইট, গ্রিন লাইট প্রভৃতি দেখা যায়।
এছাড়া এই শোতে প্রচুর গেম মোড ছিলো। তাদের মধ্যে একটি Tug-O-War। সিলি রয়্যাল গেমটিতে এই সব মোডগুলি রাখা হয়েছে। নির্মাতারা গেমটিতে ইন গেমস ভয়েস চ্যাটের সাথে আরো মজার বৈশিষ্ট্যগুলি যুক্ত করেছে।
স্কুইড গেম মোড ছাড়াও গেমটিতে আরো অনেক মোড আছে। সুতরাং ফ্রি ফায়ারের বদলে গেমটি ডাউনলোড করে খেলতে পারেন ভালো লাগবে।
গেমটির সুবিধা | গেমটির অসুবিধা |
গ্রাফিক্স কোয়ালিটি অন্য বিকল্প গেমগুলির থেকে ভালো | বড়োদের গেমটিকে কার্টুন মনে হতে পারে |
গেমটির সাইজ অন্য ব্যাটেল রয়েল গেমের তুলনায় কম আছে | খেলার সময় সত্যিকারের যুদ্ধ বলে মনে হয় না |
গেমটি লো-এন্ড ডিভাইসে ভালোভাবে খেলা যায় | গেমটিতে অস্ত্রের পরিমান কম |
সিলি রয়্যাল গেমটি ডাউনলোড করুন – অ্যান্ড্রয়েড এবং আইওএস
পরিশেষে :
ভারতে ২০২০ সালে ২রা সেপ্টেম্বর পাবজি নিষিদ্ধ হয়। তারপর ব্যাটেল রয়েল গেমে ফ্রি ফায়ার রাজ করা শুরু করে। এই গেমটি ব্যাপকভাবে খ্যাতি লাভ করে। কিন্তু আবার ফ্রি ফায়ার ব্যান হওয়ার পরে গেমাররা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
তাই এখানে ফ্রি ফায়ারের সেরা ২০টি বিকল্প দেওয়া হল। আশা করি প্রতিবেদনটি ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।