অ্যান্ড্রয়েড গেমগুলির মধ্যে Free Fire Max একটি অত্যাধুনিক ব্যাটেল রয়েল গেম। গ্যারিনার লঞ্চ করা এই গেমটি মোবাইল গেমিং বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে। খুব অল্প সময়ের মধ্যে গেমটি বড়ো থেকে ছোটো সব ধরনের গেমিং প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে গেমটি গুগেল প্লে-স্টোর থেকে ৪.৩ রেটিং – এর সঙ্গে ১০০ মিলিয়নেরও বেশীবার ডাউনলোড হয়েছে। Free Fire Max গেমটি একটি ফ্রি-টু-প্লে মোবাইল গেম যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে খেলা যায়।
ফ্রি ফ্রায়ারের মতো Free Fire Max ও একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার নির্মিত ব্যাটেল রয়েল গেম যেখানে যুদ্ধক্ষেত্রে প্রবেশের পর কেবলমাএ একজন বিজয়ী হতে পারে। ফ্রি ফ্রায়ার ম্যাক্স এমন একটি মাল্টিপ্লেয়ার গেম যেখানে ৫০ জন করে প্লেয়ার প্রতি ১০ মিনিট রাউন্ড করে গেমটি খেলতে পারে এবং ম্যাচ উপভোগ করতে পারে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার ম্যাক্স গেমটিতে এইচডি মানের গ্রাফিক্স, গতিশীলতা, উন্নত অ্যানিমেশান ও নিয়মিত আপডেটের জন্য এটি অ্যান্ড্রয়েড গেমিং প্রেমীদের কাছে অত্যন্ত পপুলার একটি গেম।
Emulator for download free fire max on pc (কম্পিউটারে ফ্রি ফ্রায়ার ম্যাক্স ডাউনলোডের জন্য প্রয়োজনীয় এমুলেটর)
কম্পিউটারে ভালোভাবে গ্যারিনা ফ্রি ফ্রায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য একটি এমুলেটরের প্রয়োজন। Garena free fire max একটি অ্যান্ড্রয়েড গেম হওয়ার কারণে আপনি কম্পিউটারে গেমটি খেলতে পারবে না। কম্পিউটারে ফ্রি ফ্রায়ার ম্যাক্স গেমটি খেলার জন্য বুলুস্ট্যাক , মেমুপ্লে , এলডি প্লেয়ার এবং নক্স প্লেয়ারের মধ্যে একটি এমুলেটর ব্যবহার করা যেতে পারে। গেমাররা কোনো একটি এমুলেটর ডাউনলোড করে গেমটিকে কমপিউটারে খেলতে পারে। এমুলেটর সফটওয়্যার ইনস্টল করার জন্য কম্পিউটার সিস্টেমের নূন্যতম কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকা দরকার। এখানে Bluestacks এমুলেটরটির ডাউনলোডের জন্য প্রয়োজনীয় বিবরণ দেওয়া হল –
bluestacks system requirements for pc (কম্পিউটারে বুলুস্ট্যাক ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য)
সিস্টেমে Bluestacks অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার প্রয়োজনীয়তা সর্ম্পকে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু এমুলেটরটি ব্যবহার করে ফ্রি ফ্রায়ার ম্যাক্স গেমটি খেলার জন্য কোনো উচ্চমানের কম্পিউটার ডিভাইসের প্রয়োজন পড়ে না। এমুলেটরটি ডাউনলোড করার প্রয়োজনীয় শর্ত –
Minimum System Requirements :
- অপারেটিং সিস্টেম : অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ বা তার থেকে বেশী হতে হবে।
- প্রসেসর : Intel i3 বা AMD প্রসেসর।
- র্যাম : অবশ্যই করে 4GB র্যাম থাকতে হবে।
- স্টোরেজ : 5GB ফ্রি Disk Space লাগবে।
- গ্রাফিক্স ড্রাইভার : আপ টু ডেট গ্রাফিক্স ড্রাইভারের প্রয়োজন।
Maximum System Requirements :
- অপারেটিং সিস্টেম : মাইক্রোসফট উইন্ডোজ ১০ বা ১১।
- প্রসেসর : Intel i5 বা i7 এবং AMD এর মাল্টিকোর প্রসেসর লাগবে।
- গ্রাফিক্স কার্ড : Intel বা Nvidia/ATI এর মধ্যে যে কোনো একটি গ্রাফিক্স কার্ড লাগবে।
- র্যাম : র্যাম 8GB বা তার থেকে বেশী হতে হবে।
- স্টোরেজ : SSD লাগবে ফ্রি হার্ড ডিস্কের সঙ্গে।
- ইন্টারনেট সংযোজন : ভালো ইন্টারনেট সংযোগ লাগবে।
- গ্রাফিক্স ড্রাইভার : আপ টু ডেট গ্রাফিক্স ড্রাইভারের প্রয়োজন।
পড়ে দেখুন – বিশেষ ৬টি কারণের জন্য Free Fire নতুন ম্যাক্সের থেকে আলাদা
পড়ে দেখুন – Free Fire Max বনাম PUBG Mobile-এই দুই গেমসের পার্থক্য কি?
How to download free fire max on pc (কীভাবে কম্পিউটারে ফ্রি ফ্রায়ার ম্যাক্স ডাউনলোড করবেন)
প্রথম ধাপ :
Bluestacks এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এমুলেটরটি ডাউনলোড করতে হবে।
দ্বিতীয় ধাপ :
ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুলুস্ট্যাক ডাউনলোড ফাইলটি ইনস্টল করতে হবে।
তৃতীয় ধাপ :
এবার এমুলেটরটি ওপেন করে Google অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোর গিয়ে লগ-ইন করতে হবে।
চর্তুথ ধাপ :
প্লে-স্টোরে লগ-ইন করার পরে সার্চ বক্সে গিয়ে ফ্রি ফ্রায়ার ম্যাক্স লিখে সার্চ করুন।
পঞ্চম ধাপ :
অ্যান্ড্রয়েড মোবাইলের মতো গেমটির ইনস্টল বাটনে চেপে গেমটিকে ইনস্টল করুন।
ষষ্ঠ ধাপ :
গেমটি কম্পিউটারে ইনস্টল হওয়ার পরে বুলুস্ট্যাক এমুলেটরের মাধ্যমে গেমটি কন্ট্রোল করে খেলুন।
পরিশেষে :
ফ্রি ফ্রায়ার ম্যাক্স গেমটিকে খেলার জন্য উপরিক্ত যে কোনো একটি এমুলেটর ব্যবহার করতে পারেন। তবে কোনো এমুলেটর ডাউনলোড করার পরে প্রথমে Google অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে। গ্যারিনা ফ্রি ফ্রায়ার বা ফ্রি ফ্রায়ার ম্যাক্সের জন্য অফিশিয়াল ভাবে কোনো এমুলেটর লঞ্চ করেনি। সুতরাং, কোনো এমুলেটর ব্যবহারের পূর্বে অবশ্যই করে খেয়াল রাখবেন আপনার সিস্টেমে সফটওয়্যারটি সার্পোট করবে কিনা।