রকস্টার গেমসের নির্মিত গ্র্যান্ড থেফট অটো লঞ্চ হয়েছিলো ২৮ শে নভেম্বর ১৯৯৭ সালে। গেমটি লঞ্চ হওয়ার পর থেকে এটি ই-স্পোর্টস এর দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিলো। গেমটি ডিজাইন করেছিলো রকস্টার নর্থ। রকস্টার নর্থের পূর্ব নাম ছিলো ডিএমএ। রকস্টারের নির্মিত এই গেম সিরিজের নাম গ্র্যান্ড থেফট অটো রাখার পিছনে এক বিশেষ কারণ ছিলো। গ্র্যান্ড থেফট অটো মানে যানবাহন সংক্রান্ত অপরাধকে বোঝায়। ১৯৯৫ সালে রাসেল কে, স্টিভ হেমন্ড, মাইক ডেইলি এবং ডেভিড জোন্স নামে চার বন্ধুর প্রচেষ্টায় এই জিটিএ গেমটি তৈরি হয়। তারা প্রথমে গেমটির কেন্দ্রীয় চরিত্রে এক পুলিশকে রাখতে চেয়েছিল। একদিন তারা রাস্তায় একসঙ্গে হাঁটতে বের হয়। হঠাৎ করে সবাই একটি ঘটনা লক্ষ্য করেন। তারা দেখেন কিছু গ্যাংস্টার একটি দোকানের মালিককে চাঁদা না দেওয়ার জন্য মারছে। ঘটনাস্থলে হঠাৎ করে পুলিশ চলে আসায় গ্যাংস্টারগুলো পালিয়ে যায়। তখন তারা ঠিক করেন কেন্দ্রীয় চরিত্রে পুলিশের বদলে একটি গ্যাংস্টারকে রাখবেন।
গ্র্যান্ড থেফট অটো ৫ বা জিটিএ ৫ হল গ্র্যান্ড থেফট অটো সিরিজের পঞ্চম পার্ট। বিশ্ব দরবারে গেমটি লঞ্চ হয়েছিলো ১৭ই সেপ্টেম্বর ২০১৩ সালে। জিটিএ ৪ এর পরবর্তী এই গেমটি সিরিজের সবথেকে ব্যয়বহুল গেম। গেমটি সিরিজের অন্যান্য গেমের থেকে উন্নত গ্রাফিক্স যুক্ত একটি গেম। রকস্টারের নির্মিত জিটিএ, জিটিএ ২, জিটিএ ৩, জিটিএ ভাইস সিটি, জিটিএ স্যান অ্যান্ড্রিস এবং জিটিএ ৪ – এর সফলতার পর Playstation 3, Xbox 360 এবং উইন্ডোজের জন্য এটি প্রকাশ পায়। ওপেন ওয়ার্ল্ডের অ্যাকশন অ্যাডভেঞ্চার সমৃদ্ধ গেম হিসাবে এটি রকস্টার গেমসের ১৫তম পার্ট। জিটিএ সিরিজের শহরগুলিকে প্রধানত আমেরিকার শহরগুলির মতো করে সাজানো হয়েছে। জিটিএ ৫ গেমটি তৈরি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলস শহরের অনুকরণে।
Story of grand theft auto V (গ্র্যান্ড থেফট অটো ৫ এর পটভূমি)
উওর ইয়াঙ্কটনের লুডেনডর্ফে ২০০৪ সালে একটি ভয়ংঙ্কর ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতিতে মাইকেল টাউনলি, ট্রেভর ফিলিপ্স ও ব্র্যাড স্নাইডার নামে তিনটি ডাকাত অংশগ্রহণ করেছিলো। কিন্তু তারা এই ডাকাতিতে ব্যর্থ হয় এবং তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার নয় বছর পরে জানা যায় মাইকেল তার পরিবারের সাথে মাইকেল ডি সান্টা নামে গোপনে বসবাস করছে। সে লস সান্টোস শহরে গা ঢাকা দিয়ে ছিলো। সেই শহরে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন নামে এক গ্যাংস্টার বসবাস করত। তার কাজ ছিলো নতুন গাড়ি চুরি করে বিক্রি করা। মাইকেলের ছেলের গাড়ি চুরি করতে গিয়ে ফ্র্যাঙ্কলিনের ভুলবশত তার সঙ্গে দেখা হয়ে যায়। দুজনে পরে খুব ভালো বন্ধু হয়ে যায়। মাইকেল তার স্ত্রীকে টেনিস কোচের সঙ্গে শুতে দেখে রেগে যায়। তারপর সে আর ফ্র্যাঙ্কলিন কোচকে তাড়া করে তার প্রাসাদে যায়। সেখানে রেগে গিয়ে মাইকেল তার প্রাসাদটিকে ভেঙে দেয়। মাইকেল অর্থের নেশায় আবার অপরাধ জগৎে ফিরে আসে। ফ্র্যাঙ্কলিনকে সে তার সহযোদ্ধা করে নেয়।
এরপর মাইকেল লেস্টার ক্রেস্ট নামে তার এক পুরানো হ্যাকার বন্ধুর সঙ্গে দেখা করে। সে তাকে একটি জুয়েলারি দোকান লুট করার পরামর্শ দেয়। এদিকে লস সন্টোসে গোপনে দীর্ঘদিন ধরে বসবাস করা ট্রেভর ফিলিপ্স এই লুটের কথা জানতে পারে। সে বুঝতে পারে এটা মাইকেলের কাজ। ট্রেভর মনে করেছিলো মাইকেল লুটেনডর্ফে মারা যায়। পরে ট্রেভর মাইকেলকে খুঁজে বের করে। আবার তারা বন্ধু হয়ে যায়। অপরাধমূলক কাজের জন্য মাইকেল তার পরিবারকে ছেড়ে দেয়। পরে মাইকেল একজন মুভি প্রযোজক হয়ে ওঠে। তখন সে ডেভিন ওয়েস্টেন নামে এক ব্যাক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরে। সে মাইকেলের ষ্টুডিও বন্ধ করতে চেয়েছিলো। কিন্তু মাইকেল ভুল করে তার সহকারীকে মেরে ফেলে। এরফলে ডেভিন এর প্রতিশোধ নিতে চায়।
ফ্র্যাঙ্কলিন এদিকে তার বন্ধু লামা ডেভিসকে উদ্ধার করতে যায়। যাকে অন্য একটি গ্যাংস্টার দল হ্যারল্ড স্ট্রেচ জোসেফ আটকে রেখেছিলো। অন্যদিকে ট্রেভর ফিলিপ্স বিভিন্ন কালোবাজারের ওপর নিজের নিয়ন্ত্রন বজায় রাখার চেষ্টা করে। এইভাবে তারা একটা পর একটা মিশনে নিজেদের কাজ চালিয়ে যায়।
system requirements for grand theft auto V (জিটিএ ফাইভ গেম ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য)
কম্পিউটার ডিভাইসে জিটিএ ফাইভ ডাউনলোড করার জন্য কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকা উচিৎ। ভালোভাবে গেমটি কম্পিউটারে খেলতে নিম্মলিখিত বৈশিষ্ট্য থাকা দরকার।
Minimum System Requirements
- অপারেটিং সিস্টেম – ৬৪ বিট উইন্ডোজ ১০, ৬৪ বিট উইন্ডোজ ৮.১, ৬৪ বিট উইন্ডোজ ৮, ৬৪ বিট উইন্ডোজ ৭
- প্রসেসর – Intel core 2 Quad CPU Q6600 2.40 GHz বা AMD Phenom 9850 Quad Core 2.5 GHz
- র্যাম – 4 GB
- গ্রাফিক্স কার্ড – Nvidia 9800 gt 1GB বা AMD HD 4870 1GB
- স্টোরেজ – ডিভাইসে 72GB ফ্রি স্পেস থাকতে হবে।
- সাউন্ড কার্ড – ১০০% DirectX 10
Maximum System Requirements
- অপারেটিং সিস্টেম – ৬৪ বিট উইন্ডোজ ১০, ৬৪ বিট উইন্ডোজ ৮.১, ৬৪ বিট উইন্ডোজ ৮, ৬৪ বিট উইন্ডোজ ৭
- প্রসেসর – Intel Core i5 3470 3.2 GHz বা AMD X8 FX-8350 4 GHz
- র্যাম – 8 GB
- গ্রাফিক্স কার্ড – Nvidia gtx 660 2GB বা AMD HD 7870 2GB
- স্টোরেজ – ডিভাইসে 72GB ফ্রি স্পেস থাকতে হবে।
- সাউন্ড কার্ড – ১০০% DirectX 10
পড়ে দেখুন – কীভাবে PC তে PUBG: Battlegrounds গেমটি ডাউনলোড করবে
পড়ে দেখুন – Free Fire Max-কে কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবে ?
Full descriptions of grand theft auto V (গ্র্যান্ড থেফট অটো ৫ এর সর্ম্পূণ বিবরণ)
গেমের নাম | গ্র্যান্ড থেফট অটো ৫ বা জিটিএ ৫ |
প্রথম লঞ্চের তারিখ | ১৭ সেপ্টম্বর ২০১৩ সালে |
গেমটির সাইজ | ৩৮.৪০ জিবি |
ডিজাইনারের নাম | লেসলি বেনজিস, ইমরান সারওয়ার |
লেখকের নাম | ড্যান হাউজার, রুপার্ট হাম্ফরিস, মাইকেল আন্সওয়ার্থ |
অ্যাওয়ার্ড বা পুরস্কার | ব্রিটিশ অ্যাকাডেমি গেমস অ্যাওয়ার্ড মাল্টিপ্লেয়ারের জন্য, বেস্ট রিমাস্টার অ্যাওয়ার্ড |
প্ল্যার্টফম বা গেমিং কনসোল | Playstation 5, playstation 4, playstation 3, Xbox one, xbox 360, xbox series X and series S, Microsoft Windows |
ডেভেলপারস | রকস্টার গেমস, রকস্টার নর্থস, রকস্টার স্যান ডিগো |
ক্যাটেগরি | এটি একটি PC গেম |
how to download grand theft auto V for free in pc (কীভাবে জিটিএ ৫ ফ্রিতে কম্পিউটারে ডাউনলোড করবে)
ধাপ – ১ :
জিটিএ ফাইভ ডাউনলোড করতে প্রথমে নীচের বাটনটিতে ক্লিক করতে হবে।
ধাপ – ২ :
তারপর নতুন একটি ওয়েবসাইট খুলবে। অবশ্যই করে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।
ধাপ – ৩ :
ওয়েবসাইটির নীচের দিকে আকাশি রঙের একটি ডাউনলোড বাটন থাকবে। সেই বাটনটিতে ক্লিক করতে হবে।
ধাপ – ৪ :
আবার নতুন একটি ওয়েবসাইট খুলবে এবং সেখানে টাইমার চালু হবে।
ধাপ – ৫ :
টাইমার শেষ হওয়ার পরে আরো একটি আকাশি রঙের ডাউনলোড বাটন আসবে। সেটিতে ক্লিক করতে হবে।
ধাপ – ৬ :
বাটনটিতে ক্লিক করার পরে একটি পপ-আপ নোটিফিকেশন আসবে। সেখানে Continue তে ক্লিক করলে গেমটির ডাউনলোড ফাইলটি কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
পরিশেষে :
২০০৮ সালে GTA IV – এর পর এই গেমটিকে জিটিএ সিরিজে যোগ করা হয়। সিঙ্গেল প্লেয়ারের এই গেমটিতে রয়েছে তিনটি মূল চরিত্র। পছন্দমতো যে কোনো একটি চরিত্র নিয়ে খেলা যেতে পারে। এছাড়া গেমটিকে অনলাইনে ১৬ জন একসাথে মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারে। আগের সিরিজের গেমগুলোর থেকে এই গেমটিতে গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। হেলিকপ্টার, উড়োজাহাজ, মোটরসাইকেল, জেটবিমানসহ আরো অনেক যানবাহন ব্যবহার করে গেমটিতে ভালো ক্রাইম করা যাবে। জিটিএ ৫ – এ সাবমেরিনের সাহায্য প্রশান্ত মহাসাগরের তলদেশে যাওয়া যাবে। গেমটিতে নরিনকো টাইপ ৫৬-২ অ্যাসল্ট রাইফেলের মতো অস্ত্র পাওয়া যাবে। এই গেমে প্লেয়াররা নতুন জায়গা আবিস্কার করতে পারে। গেমটিতে সান অ্যান্দ্রয়াসের কাল্পনিক জায়গাগুলিতে ঘুরে বেড়ানো যাবে। লস অ্যাঞ্জলস এবং সান অ্যান্দ্রয়াসের গ্রামাঞ্চলগুলিকেও উপভোগ করা যাবে। গেমটির পরবর্তী পার্ট GTA 6 খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে।