কীভাবে PC তে PUBG: Battlegrounds গেমটি ডাউনলোড করবে

ই-গেমিং সংস্থা ক্র্যাফটনের নির্মান করা পাবজি মোবাইল গেমিং প্রেমীদের কাছে অনবদ্য একটি গেম। তাদের তৈরী করা PUBG মোবাইলের ভারতীয় সংস্করণ ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হল সবথেকে জনপ্রিয় একটি গেম। গেমটি ২০২১ সালে ২রা জুলাই লঞ্চ হওয়ার পর থেকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যে গেমটি গুগেল প্লে-স্টোর থেকে ৪.৪ রেটিং – এর সঙ্গে ৫০ মিলিয়নেও বেশীবার ডাউনলোড হয়েছে। ফ্রি ফ্রায়ারের মতো Battlegrounds Mobile India ও একটি ফ্রি টু প্লে মোবাইল গেম যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে খেলা যায়।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গেমিং সংস্থা ক্র্যাফটন ঘোষনা করেছিলো যে জানুয়ারী ২০২২ থেকে PUBG : Battlegrounds অনলাইন গেমটি ফ্রি-টু-প্লে (F2P) মডেলে সুইচ করছে। সুতরাং, গেমটিকে PC এবং Consoles ব্যবহারকারীরা বিনামূল্য তাদের ডিভাইসে খেলতে পারবে। কোম্পানী একটি বিবৃতিতে প্রকাশ করেছিলো যে এই F2P এর ব্যাপারে ৯ ডিসেম্বর ২০২১ সালে The Games Award (TGA) – এ ঘোষনা করা হয়েছিলো। পাবজি : ব্যাটেলগ্রাউন্ডস ২১ ডিসেম্বর ২০১৭ সালে লঞ্চ হওয়ার পর থেকে গেমটির ৭৫ মিলিয়নেরও বেশী কপি বিক্রি হয়েছে। পূর্বে ভারতে গেমটির মূল্য ছিল ৯৯৯ টাকা। কিন্তু এখন গেমটি বিনামূল্য Steam , Xbox , Playstation থেকে ডাউনলোড করতে পারবে। গেমটিতে ব্যাটেলগ্রাউন্ডস প্লাস নামে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট আপগ্রেডের জন্য গেমারদের $12.99 (প্রায় ৯৬০ টাকা) পেমেন্ট করতে হবে। ব্যাটেলগ্রাউন্ডস প্লাস প্রিমিয়াম অ্যাকাউন্টটিতে গেমাররা র‍্যাঙ্কড মোড, কাস্টম ম্যাচ মোড সহ অতিরিক্ত ইন-গেম পুরস্কার অ্যাকসেস করতে পারবে।

system requirements for pubg battlegrounds (কম্পিউটারে পাবজি ব্যাটেলগ্রাউন্ডস ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য)

কম্পিউটার সিস্টেমে পাবজি ব্যাটেলগ্রাউন্ডস গেমটি ডাউনলোড করার জন্য স্টিম (Steam) সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। স্টিম সফটওয়্যার ছাড়া এক্স বক্স অ্যাপ এবং প্লে-স্টেশনের মাধ্যমে গেমটি ইনস্টল করা যাবে। কম্পিউটার সিস্টেমে স্টিম সফটওয়্যারটি ডাউনলোড করার প্রয়োজনীয় বিবরণ দেওয়া হল –

Minimum System Requirements

  • অপারেটিং সিস্টেম : 64 bit Windows 7, Windows 8.1, Windows 10
  • প্রসেসর : Intel core i5-4430 বা AMD FX-6300
  • র‍্যাম : 8GB RAM
  • গ্রাফিক্স : Nvidia GeForce GTX 960 2GB বা AMD Radeon R7 370 2GB
  • DirectX : Version 11
  • ইন্টারনেট কানেকশান : Broadband Internet Connection
  • স্টোরেজ : 40GB available space

Maximum System Requirements

  • অপারেটিং সিস্টেম : 64 bit Windows 7, Windows 8.1, Windows 10
  • প্রসেসর : Intel core i5-6600k বা AMD Ryzen 5 1600
  • র‍্যাম : 16GB RAM
  • গ্রাফিক্স : Nvidia GeForce GTX 1060 3GB বা AMD Radeon RX 580 4GB
  • DirectX : Version 11
  • ইন্টারনেট কানেকশান : Broadbrand Internet Connection
  • স্টোরেজ : 50GB available space
Credit : PUBG: BATTLEGROUNDS

পড়ে দেখুন – Free Fire Max-কে কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবে

পড়ে দেখুন – bgmi-এর Login Failed Error সমস্যাকে কীভাবে Fix করবেন

how to download pubg battlegrounds in pc (কম্পিউটারে পাবজি ব্যাটেলগ্রাউন্ডস কীভাবে ডাউনলোড করবে)

প্রথম ধাপ :

স্টিমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওপরের Install Steam অপশনটি ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপ :

ডাউনলোড প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্টিমের ডাউনলোড ফাইলটি ইনস্টল করতে হবে।

তৃতীয় ধাপ :

ইনস্টল করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে প্রথমে একটি স্টিম অ্যাকাউন্ট তৈরী করতে হবে।

চর্তুথ ধাপ :

তারপর স্টিমের সার্চ বক্সে গিয়ে PUBG Battlegrounds লিখে সার্চ করতে হবে।

পঞ্চম ধাপ :

গেমটির ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল হওয়ার পর গেমটি কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে।

pubg battlegrounds 15.2 update (পাবজি ব্যাটেলগ্রাউন্ডসের ১৫.২ আপডেট কি?)

PUBG: Battlegrounds – এর ১৫.২ আপডেটিতে গেমের নতুন ট্যাকটিক্যাল গিয়ার যোগ করা হয়েছে। এই কৌশলগত গিয়ার ব্যবহারের মাধ্যমে খেলোয়াড়রা তাদের দলকে অতিরিক্ত সহায়তা করার অনুমতি পাবে। কৌশলগত গিয়ারগুলির মধ্যে রয়েছে ড্রোন এবং EMT

ড্রোন :

ড্রোনটি ব্যবহার করে গেমাররা আপেক্ষিক নিরাপওা থেকে দূরবর্তী অঞ্চলে স্কাউট করতে পারে। ড্রোন প্লেয়াদের চারিপাশ থেকে ৩০০ মিটার দূর পর্যন্ত স্কাউট করতে পারে। শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং মাটি থেকে কোনো আইটেম তুলতে ড্রোন ব্যবহার করা হয়।

EMT :

EMT গিয়ার ব্যবহার করে খেলোয়াড়রা তাদের নিজস্ব নিরাময়কারী আইটেমগুলি থেকে ক্ষতিগ্রস্ত দলের কোনো প্লেয়ারকে নিরাময় করে। অস্ত্র ফায়ার মোড নির্বাচনের জন্য বিভিন্ন নিরাময় আইটেমগুলির মধ্যে টগল করতে এই গিয়ার ব্যবহার করা হয়।

পরিশেষে :

ইতিমধ্যে যেসমস্ত গেমাররা ফ্রি-টু-প্লে ট্রানজিশনের আগে গেমটি কিনেছিলো তারা একটি PUBG স্পেশাল স্মারক প্যাক পাবে। প্যাকটি স্বয়ংক্রিয়ভাবে প্লেয়ারদের ব্যাটেলগ্রাউন্ডস প্লাস প্রিমিয়াম অ্যাকাউন্টে আপগ্রেড করবে। সেইসঙ্গে প্লেয়াররা ক্র্যাফটনের তরফ থেকে একটি ব্যাটেল-হার্ডেনেড কস্টিউম স্কিন সেট, শ্যাকল এবং শ্যাঙ্কস লিগ্যাসি প্যান ও একটি ব্যাটেল-হার্ডেনড লিগ্যাসি নেমপ্লেট পাবে। গেমাররা ব্যাটেলগ্রাউন্ডস প্লাস প্রিমিয়াম অ্যাকাউন্ট আপগ্রেড ক্রয় করলে সার্ভাইভাল এক্সপিতে ১০০ শতাংশ বুস্ট সহ অতিরিক্ত ১৩০০ জি কয়েনের অ্যাকসেস পাবে।

Leave a Comment